বড়লেখায় কৃষকের জমির ধান কেটে দিলেন আনসার বিডিপির সদস্যরা
- আপডেট সময় : ০৭:৪০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
একদিকে যেমন ধান কাটার শ্রমিকের মজুরি বেশি, অন্যদিকে রয়েছে কিছুটা শ্রমিক সংকট। এরই মধ্যে জমিতে পেকেছে ধান। সেই পাকা ধান নিয়ে বিপাকে পড়েছিলেন আব্দুল ওয়াহাব নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধ কৃষক।
অসহায় এই কৃষকের বিষয়টি শোনার পর স্বেচ্ছায় তার জমির ধান কেটে দিয়েছেন স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যরা। শুক্রবার সকাল ৮টার সময় বড়লেখা পৌর শহরের পাখিওয়ালা ৭ নং ওয়ার্ডে ফসলী মাঠে বড়লেখা উপজেলা আনসার বিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তাহের মিয়ার নেতৃত্বে ১২-১৫ জন আনসার ভিডিপির সদস্য কৃষকের ধান কেটে দেন।
বড়লেখা উপজেলার আনসার ভিডিপি ( ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ তাহের মিয়া ও কোম্পানী কমান্ডার আলমগীর হোসেন, কারি কোম্পানী কমান্ডার মো: জামাল হোসেন,৬ নং ইউনিয়ন দলনেতা মো: হাবিবুর রহমান বলেন বর্তমানে একজন শ্রমিকের মূল্য ৫০০ টাকা এরপরও ধান কাটার জন্য ঠিকমতো শ্রমিক পাওয়া যাচ্ছে না।
কৃষক আব্দুল ওয়াহাব জানান, জমির ধান পেকে গেছে। কিন্তু দিনমজুর পাইনি। আমার এই সমস্যা আনসার বিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা তাহের মিয়াকে বলার পর তারা আমার ধান বিনা মূল্যে কেটে দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
এসময় আনসার বিডিপি সদস্যরা বলেন এটা আমাদের জন্য অনেক গর্বের। তাদের কাজে আমরা গর্বিত।