বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ দুই কৃষককে চেক বিতরণ
- আপডেট সময় : ৬৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যহাতির দ্বারা ফসলের ক্ষতিগ্রস্থ দুই কৃষককে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে।
দুই কৃষকের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিজনকে ৩০হাজার করে দুই পরিবারকে ৬০হাজার টাকা প্রদান করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ।
ক্ষতিগ্রস্থ কৃষকরা হলেন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া আমতলী গফুর মুন্সী পাড়ার আবুল কাসেম এবং চুনতি কালু সিকদার পাড়ার সৈয়দ নুর।
১১জুলাই শুক্রবার বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষক কর্মকর্তা নূর জাহানের পরামর্শক্রমে দুই কৃষকের হাতে চুনতি বন্যপ্রানী অভয়ারণ্যে রেঞ্জ কার্যালয় থেকে চেক হস্তান্তর করেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দীন।
তিনি বলেন, সম্প্রতি আবুল কাসেম ও সৈয়দ নুরের নিজস্ব ফসলী জমি বন্যহাতির দ্বারা ফসলী জমি নষ্ট করে ফেলে। তারা দুজন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কার্যালয়ে আবেদন করেন।তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতি জনকে ৩০হাজার টাকা করে ক্ষতিগ্রস্থ দুই কৃষককে ৬০হাজার টাকা প্রদান করা হয়। তিনি আরও বলেন,যদি কোনো কৃষক বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে তাকে দ্রুত স্থানীয় বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করতে পারবেন।




















