বন্য হাতি তাড়াতে টর্চ লাইট বিতরণ
- আপডেট সময় : ০৪:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ৩২০ বার পড়া হয়েছে
ঝিনাইগাতি এলাকায় বন্যহাতির উৎপাত বেড়েছে। মাঝে মাঝে পাহাড় থেকে সমতলে নেমে আসে বন্যহাতির পাল। বন্যাহাতি ফসলের ব্যাপক ক্ষতিও করছে। শনিবার (২৫মে) স্থানীয় সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম
উপজেলার রাংটিয়া রেঞ্জের আওতাধীন নলকুড়া ও কাংশা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ৪০ জন এলাকাবাসীর মধ্যে ৪০টি টর্চ লাইট প্রদান করেন।
এসব ব্যক্তিরা রাতের বেলা বন্যাহাতি তাড়াতে টর্চ লাইট ব্যবহার করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়ার সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে রাংটিয়া রেঞ্জের সন্মুখে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, শফিকুল ইসলাম, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, শাহাদাত হোসেন, রুকুনুজ্জামান প্রমুখ।