বরেন্দ্রভূমি পত্নীতলার পানিউড়া গ্রামে চাষ হচ্ছে কমলা
- আপডেট সময় : ৩২৪ বার পড়া হয়েছে
নওগাঁর বরেন্দ্রভূমি জনপদ পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পানিউড়া গ্রামে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে কমলা।
এ উপজেলায় সমতল ভূমিতেও কমলা চাষ করে সফলতা পেয়েছেন পত্নীতলার কমলা চাষ উদ্যোক্তা মো. জাহাঙ্গীর আলম।
উৎপাদন খরচ কম এবং স্বাদ ও ঘ্রাণে অতুলনীয় হওয়ায় উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এ ফলটি।
সরজমিনে দেখা যায়, এই বাগানের কমলা আকারে একটু ছোট।
সংশ্লিষ্টরা বলছেন,এ উপজেলার উৎপাদিত কমলা পুষ্টি ও গুণগত মান আমদানিকৃত কমলার চেয়েও বেশি এছাড়া আবহাওয়া ও মাটির গুণাগুণ অনুকূলে থাকায় কৃষি নির্ভর এ উপজেলায় রয়েছে কমলা চাষের ব্যাপক সম্ভাবনা।
সরেজমিনে গিয়ে জানা যায়,সবুজ পাতার আড়ালে হলুদ কমলা।উপজেলায় প্রায় ১২ বিঘা জমিতে কমলা চাষ হয়েছে।কমলা গাছের সংখ্যা ১ হাজার ৮ শ টি।প্রতিটি পরিণত গাছে ফলন এসেছে প্রায় ৪০ থেকে ৫০ কেজি।শুধু কমলা বিক্রি করেই তিনি ৬০ থেকে ৭০ লাখ টাকা আয় করতে পারবেন।
এলাকার বিভিন্ন স্থান থেকে অনেক লোকজন এই বাগান দেখছেন, এ বাগান দেখতে দেখতে আসা গৌতম বাবু বলেন, আমি মুগ্ধ মনে হচ্ছে যেন কাশ্মীরের কমলা বাগান দেখছি।
পানিউড়া গ্রামের কমলা চাষি মো.জাহাঙ্গীর আলম বলেন,আমাদের এই অঞ্চলে মনে করা হয় কৃষিকাজ অত্যন্ত কষ্টার্জিত কাজ আর গতানুগতিক ফসলের মধ্যেই সীমাবদ্ধ কিন্তু বাস্তবে তা নয়, তথ্যপ্রযুক্তির এই যুগে কৃষিতেও নতুন দিগন্ত এসেছে,এখন ভালো লাভ করতে পারছি।





















