বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে বর্ষবরণের সাংগ্রাই উৎসব

- আপডেট সময় : ৫৭৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার বিভিন্ন জাতি-গোষ্ঠী ভিন্ন ভিন্ন নামে পহেলা বৈশাখ তথা বর্ষকরণ অনুষ্ঠান উদযাপন হয়ে থাকে। বান্দরবানে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ উৎসব উদযাপন করে থাকেন। নতুন বছরকে স্বগত জানাতে বর্ণাঢ্য আয়োজন করে থাকে মারমা সম্প্রদায়।
মারমা সম্প্রদায় ঐতিহ্যবাহী পোশাকে সেজে বর্ণিল ও আনন্দ উদ্দীপনায় শোভাযাত্রায় অংশ নেন। বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে শনিবার (১৩ এপ্রিল) বান্দরবান শহরের রাজার মাঠে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন।
জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান কাজেমী এসময় উপস্থিত ছিলেন।
মারমা সম্প্রদায় ছাড়াও ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষ নানা সাজে সেজে উৎসব অংশ নেন। এবারের উৎসবে থাকছে চন্দন পানিতে বুদ্ধ মূর্তি স্নান।