সংবাদ শিরোনাম ::   
                            
                            বর্ণাঢ্য নজরুল র্যালীর মধ্যে দিয়ে ত্রিশালে জন্মজয়ন্তী শুরু
 
																
								
							
                                
                              							  ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি									
								
                                
                                - আপডেট সময় : ১৪৭ বার পড়া হয়েছে
ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে বর্ণাঢ্য ‘নজরুল র্যালী’র মধ্যে দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী শুরু হয়েছে ময়মনসিংহের ত্রিশালে। রোববার বেলা সাড়ে ১১টায় ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বন্যার্ঢ র্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।
ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জোবায়ের হোসাইনের সঞ্চালনায় র্যালী শেষে  আলোচনায় অংশ নেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ, সরকারী নজরুল একাডেমীর প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আজাদ আনোয়ার, রফিকুল ইসলাম শামীম, সিনিয়র সদস্য আনম ফারুক, রেজাউল করীম বাদল, সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজ নোমান, মোহাম্মদ সেলিম, সদস্য মামুনুর রশিদ, আতিকুল ইসলাম, রুকুনুজ্জামান সরকার রাহাদ, আব্দুল্লাহ আল ফাহাদ প্রমূখ। এসময় পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা র্যালীতে অংশ হগ্রহণ করে।
							
                             
																			


















