বাংলাদেশে ব্যাংকে ঢুকে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে ডাকাতির চেষ্টা, আটক ৩
- আপডেট সময় : ০৮:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
বাংলাদেশে ব্যাংকে ঢুকে হিন্দি সিনেমার কায়দায় ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে ডাকাতির চেষ্টাকালে ৩ জনকে আটক করা হয়েছে। জিম্মি ব্যাংক কর্মকর্তাদের অক্ষত উদ্ধার করা সম্ভব হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানাচ্ছেন, ৩ ডাকাত ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর পাশের একটি মসজিদ থেকে মাইকিং করে ব্যাংকে ডাকাতির কথা জানানো হয়। এই খবরে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে জিম্মিদশা থেকে ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার করে।
ঢাকার বুড়িগঙ্গা নদীর দক্ষিণ তীরে কেরাণীগঞ্জের রূপালী ব্যাংক শাখায় বৃহস্পতিবার এ ঘটনা। ডাকাতরা চিরকুটে লিখে মোবাইল নাম্বার দেয়ার পর তাদের সঙ্গে আলোচনা করে তাদের আত্মসমর্পণে রাজি করানো হয়। ডাকাতরা একটি বন্দুক জানালা দিয়ে বাইরে ফেলে। বাকি অস্ত্র ব্যাগে ভরে বাইরে ফেলে দেয়। এরপর ৩ ডাকাত সদস্যরা বেরিয়ে আসে।
আইনশৃঙ্খলা বাহিনী তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। তিন ঘন্টা চেষ্টার পর ডাকাতরা আত্মসমর্পন করে।