বাংলাদেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ১০:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ২৫১ বার পড়া হয়েছে
দেশে দুর্ভিক্ষ চলছে, বাড়ছে ভিক্ষুক রিজভী
বাংলাদেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, আলমগীল। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর বিজভী বলেছেন, দেশে দুর্ভিক্ষ চলছে, ভিক্ষুক বাড়ছে।
মঙ্গলবার (২ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, গেল ৭ জানুয়ারি ডামি নির্বাচনে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী গণবিচ্ছিন্ন সরকার। তারা দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে।
মিথ্যা ও বানোয়াট মামলায় ফরমায়েশী রায়ে দুই বছরের সাজাপ্রাপ্ত হওয়ার কারণে সোমবার গভীর রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ হারুনকে তার বাসভবন থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা-প্রতিবাদ জানান।
বিএনপি মহাসচিব হারুনের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার এবং সাজা বাতিলসহ অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবি করেন।
দেশে দুর্ভিক্ষ চলছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চারদিকে ভিক্ষার আওয়াজ, ভাত চাওয়ার আওয়াজ, আর চাল চাওয়ার আওয়াজ শোনা যায়।
মঙ্গলবার (২ এপ্রিল) নয়াপল্টনে জিয়া প্রজন্ম দলের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ আয়োজনে এই মন্তব্য করেন রিজভী।
তিনি বলেন, ভিক্ষুক বেড়েই চলছে। রাস্তাঘাটে এতো ভিক্ষুক আগে কখনও দেখা যায়নি। চারদিকে শুধু আমরা আহাজারি আর কান্না দেখতে পাই।
মন্ত্রীদের বক্তব্যের সূত্র ধরে রিজভী বলেন, বাংলাদেশ নাকি কানাডা ইউরোপের মতো উন্নত হয়েছে। কিন্তু আমরা সংবাদ মাধ্যমে দেখি মা তার সন্তানকে বিক্রি করতে হাটে নিয়ে গেছেন। শ্রমজীবী মানুষের মাসিক আয় কত?