বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:২৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২২ ফেব্রুয়ারী) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বক্তব্যে বলেন,বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ, ধানমন্ডি ৩২ ভেঙ্গে খুব মহৎ কাজ করেন নাই, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে, সরকারকে বলবো আগে আপনারা বাজার নিয়ন্ত্রণ করুন নাহলে জনগণ কিন্তু সহ্য করবে না। মানুষ কিন্তু আপনাদের গ্রহণ করবে না যদি বাজার নিয়ন্ত্রণ না করুন। আপনারা প্রতিটা কমিশনকে দায়িত্ব দিন তাড়াতাড়ি সংস্কারের রোড ম্যাপ দেওয়ার জন্য। আমরা চাই খুবই তাড়াতাড়ি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও বক্তব্য রাখেন শহিদুজ্জামান লাল মিয়া,মাহমুদুল হাসান পিপলু,বহ্নিশিখা জামালী সহ অনেকে। এসময় বক্তারা বলেন, শেখ হাসিনা যেমন সরকার থেকে দেশ চালাতে ব্যর্থ হয়েছে ঠিক তেমনি এই সরকারও দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। আমরা যেই আন্দোলনের মধ্যো দিয়ে দেশটা স্বাধীন করেছি সেই স্বাধীনতা এখন নেই। বর্তমান সরকারকে বলবো অতিদ্রুত আপনারা নির্বাচন দিন। দেশবাসী ১৬ বছর যাবত অপেক্ষা করছে একটি জাতীয় নির্বাচনের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা সাংগঠনিক সভা আয়োজন কমিটির আহবায়ক সাইফুর রেজা মামুন।