বাগেরহাটে বিআরটিসি গাড়ির অবৈধ কাউন্টার ও মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্র, নসিমন, করিমন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ১৩ বার পড়া হয়েছে
বাগেরহাটে বিআরটিসি গাড়ির অনুমোদনহীন অবৈধ কাউন্টার বন্ধ, বরিশাল ও খুলনা ডিপো দ্বারা পরিচালিত বিআরটিসি গাড়ির তালিকার সরবরাহ করা। যত্রতত্র কাউন্টার দেওয়া বন্ধ করা। মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্র, নছিমন, করিমন
চালচল বন্ধ করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সম্মেলন করেন।
আমরা খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল ৫টি জেলার ৭টি বাস মালিক সমিতির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলেন, দীর্ঘদিন যাবত এ ঞ্চলের মালিক শ্রমিকরা বিভিন্ন ভাবে বৈষম্য ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে আসিতেছে। বিশেষ করে সরকার অনুমোদন
ব্যতিত তথাকথিত বিআরটিসি নামধারী গাড়ীগুলি লাগামহীন ভাবে সড়ক সমূহে চলাচল করিতেছে। তাহাদের সরকার কর্তৃক কোন রকম অনুমোদন নাই। নিলামকৃত বিআরটিসি গাড়ী নিলাম কিনে কোন রকম মেরামত করে বিআরটিসি’র নাম ব্যবহার করে চলাচল করছে। যাহা সম্পূর্ণ আইনের পরিপন্থী। কথিত আছে যে স্হানীয় ডিপো ম্যানেজারগনের সাথে অনৈতিক যোগসাজসে একটি বিশেষ মহল এ ধরনের অপকর্ম করিতেছে। প্রকৃত পক্ষে তাহারা স্হানীয় মালিক শ্রমিকদের আর্থিক ক্ষতি করিয়া চলিতেছে এবং সড়কে বিশৃক্সখলা সৃস্টি করিতেছে।
এছাড়া সরকারি অনুমোদনবিহীন অবৈধ ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন, করিমন যত্রতত্র বেপরোয়া ও ইচ্ছা খুশিমত চলাচল ও যাত্রী বহন করে। উল্লেখিত গাড়ী সমূহে চালকদের কোন রকম লাইসেন্স এবং কোন অভিজ্ঞতা নাই। তাহারা সরকারকে
কোন রকম ট্যাক্স ও দেয় না। পক্ষন্তরে আমরা বাস মালিকরা প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ট্যাক্স দিয়া থাকি। উল্লেখিত গাড়ীগুলির চালকরা অনভিজ্ঞ হওয়ায় ইচ্ছাখুশি মত গাড়ী চালনার কারনে প্রতিনিয়ত যাত্রী, পথচারীরা দুর্ঘটনার
স্বীকার হইতেছে এবং প্রতিনিয়ত সড়কের বিশৃক্সখলার সৃস্টি হইতেছে। সবিশেষ উল্লেখিত যান-বাহন গুলি মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে চলাচল সম্পূর্ন নিষিদ্ধ ঘষিত হইয়াছে।
এ সময়, বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা, সহ-সভাপতি জিয়াউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আন নোমান, অর্থ সম্পাদক মতিউর রহমান, লাইন সেক্টেটারি সরদার জসীমসহ মালিক সমিতের সদস্যরা উপস্থিত ছিলেন।