ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বান্দরবানে জাতীয় সমবায় দিবস উদযাপন

বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সমানে রেখে নানা আয়োজনে বান্দরবানে উদযাপিত হয়েছে ৫৩ তম জাতীয় সমবায় দিবস।

দিবসটি উপলক্ষ্যে শনিবার (২ নভেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে বান্দরবান সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ।

বান্দরবান সমবায় কার্যালয়ের জেলা সমবায় কর্মকর্তা ফাতেমা বেগম এর সভাপতিত্বে এসময় সহকারী পুলিশ সুপার মো. ছালাহ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এম, এম, শাহ্ নেয়াজ, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বান্দরবান এর ওয়্যার হাউজ ইন্সপেক্টর ইফতেখার উদ্দিন, বান্দরবান সমবায় কার্যালয়ের উপ সহকারী নিবন্ধক মো.জাবেদ মীরজাদা সহ সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদোক্ত্য সৃষ্টির মাধ্যমে কৃষি ,অকৃষি ,আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায়ের অভিলক্ষ্য নিয়ে সমবায় কার্যালয় কাজ করে যাচ্ছে। এসময় বক্তারা আরো বলেন, বান্দরবানে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা ৫৬২টি আর বিআরডিবি ভুক্ত সমিতির সংখ্যা প্রায় ৫ শতাধিক। বান্দরবান জেলায় প্রায় ৪৪ হাজার মানুষ সমবায়ের সাথে জড়িত আর এই সদ্যসদের জমাকৃত মূলধন প্রায় ১০৬ কোটি টাকা।

এসময় বক্তারা আরো বলেন, নিজে একার পক্ষে যা করা সম্ভব নয় সমবায় গঠন করে দলবদ্ধভাবে সকলের আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব হয়, আর তাই নিজের ও দেশের উন্নয়ন সমবায়ের বিকল্প নেই। বক্তারা আরো বলেন, সরকার সমবায় গঠন ও সমবায়ীদের উন্নয়নে বিভিন্নভাবে সহায়তা করছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বান্দরবান জেলার ৪টি নিবন্ধিত সমিতির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের হাতে সর্বমোট ৪লক্ষ টাকার ঘূর্ণায়মান তহবিলের চেক তুলে দেন প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বান্দরবানে জাতীয় সমবায় দিবস উদযাপন

আপডেট সময় : ০৮:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

 

সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সমানে রেখে নানা আয়োজনে বান্দরবানে উদযাপিত হয়েছে ৫৩ তম জাতীয় সমবায় দিবস।

দিবসটি উপলক্ষ্যে শনিবার (২ নভেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে বান্দরবান সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ।

বান্দরবান সমবায় কার্যালয়ের জেলা সমবায় কর্মকর্তা ফাতেমা বেগম এর সভাপতিত্বে এসময় সহকারী পুলিশ সুপার মো. ছালাহ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এম, এম, শাহ্ নেয়াজ, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বান্দরবান এর ওয়্যার হাউজ ইন্সপেক্টর ইফতেখার উদ্দিন, বান্দরবান সমবায় কার্যালয়ের উপ সহকারী নিবন্ধক মো.জাবেদ মীরজাদা সহ সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদোক্ত্য সৃষ্টির মাধ্যমে কৃষি ,অকৃষি ,আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায়ের অভিলক্ষ্য নিয়ে সমবায় কার্যালয় কাজ করে যাচ্ছে। এসময় বক্তারা আরো বলেন, বান্দরবানে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা ৫৬২টি আর বিআরডিবি ভুক্ত সমিতির সংখ্যা প্রায় ৫ শতাধিক। বান্দরবান জেলায় প্রায় ৪৪ হাজার মানুষ সমবায়ের সাথে জড়িত আর এই সদ্যসদের জমাকৃত মূলধন প্রায় ১০৬ কোটি টাকা।

এসময় বক্তারা আরো বলেন, নিজে একার পক্ষে যা করা সম্ভব নয় সমবায় গঠন করে দলবদ্ধভাবে সকলের আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব হয়, আর তাই নিজের ও দেশের উন্নয়ন সমবায়ের বিকল্প নেই। বক্তারা আরো বলেন, সরকার সমবায় গঠন ও সমবায়ীদের উন্নয়নে বিভিন্নভাবে সহায়তা করছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বান্দরবান জেলার ৪টি নিবন্ধিত সমিতির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের হাতে সর্বমোট ৪লক্ষ টাকার ঘূর্ণায়মান তহবিলের চেক তুলে দেন প্রধান অতিথি।