বান্দরবানে পুলিশে চাকরি পেল ১১জন
- আপডেট সময় : ০৮:১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
বান্দরবানে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত নির্বাচিত ১১জন তরুণ-তরুণীর নামের তালিকা প্রকাশ করেন বান্দরবানের পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার।
এসময় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চুড়ান্ত নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেয় এবং যারা পুলিশে চাকরির জন্য নির্বাচিত হয়েছে তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি যারা নির্বাচিত হয়নি তাদের ও আগামীতে এই ধরণের পরীক্ষাগুলোতে অংশগ্রহণের আহবান জানান এবং নিজ নিজ যোগ্যতায় চাকরির কোটা পূরণের আহবান জানান।
কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশি দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের তরুণ-তরুণী।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে নবনিযুক্তদের বরণ আয়োজনে বান্দরবানের পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো: রায়হান কাজেমী ও পুলিশের বিভিন্ন পদ মর্যদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১১টি পদের বিপরীতে বান্দরবানে ৩০২জন পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার অংশগ্রহণ করেন। ৩দিন শারীরিক পরীক্ষা শেষে ৩০২ জনের মধ্যে ৮৫ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে। পরে লিখিত পরীক্ষায় ৮৫জন অংশগ্রহণ করে ১৯জন উত্তীর্ণ হয়। শেষে মৌখিক পরীক্ষায় ১৯জন থেকে ১১জন উত্তীর্ণ হয়, যার মধ্যে মেধায় ১০জন আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠি কোটায় ১জন উত্তীর্ণ হয়।