বান্দরবানে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ বিতরণ
- আপডেট সময় : ১০:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
পৌর এলাকার ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় বান্দরবানে ভিক্ষুকদের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসন ও শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি পরিহার করে নতুন কর্মসংস্থানের লক্ষ্যে এই উপকরণ বিতরণ করেন।
এসময় তিনি ৪জন ভিক্ষুককে নতুনভাবে কর্মসংস্থানের লক্ষ্যে হাঁস,মুরগী লালন পালনের জন্য ঘর, হাঁস,মুরগী,শুটকি এবং সেগুলো বিক্রির জন্য ওজন মাপার মিটার, চা বিক্রির জন্য বিভিন্ন সরঞ্জাম ও ১জনকে নতুন একটি রিক্সা প্রদান করেন।
এসময় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন ভিক্ষাবৃত্তি পেশা ছেড়ে সরকারের পক্ষ থেকে দেয়া এই উপকরণ সঠিকভাবে কাজে লাগিয়ে নতুনভাবে জীবনধারণের জন্য সকলের প্রতি আহবান জানান।
ভিক্ষুকদের বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রমে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)উম্মে কুলসুম, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার সফিকুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নবাব আলী উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, পৌর এলাকার ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় বান্দরবানে ভিক্ষুকদের প্রাথমিক তথ্য যাচাই-বাছাই করে তালিকা করে ৫জন ভিক্ষুককে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে আর এর মাধ্যমে তারা নতুনভাবে কর্মসংস্থানের সুযোগ পাবে।