চরম্বা উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন
বার্ষিক পুরস্কার বিতরণ ও বিদায়ী শিক্ষকদের বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : ১৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠা চরম্বা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, বার্ষিক পুরুস্কার বিতরণ অনুষ্ঠান ও বিদায়ী শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।
চরম্বা উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম লিটনের সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রমজান আলী ও সহকারি শিক্ষক নুরুল আজমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকের আহমদ, বর্তমান প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোহাম্মদ হোসেন, চরম্বা ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) সৈয়দ হোসেন,উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক রিটন বিশ্বাস, চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ন সমন্বয়নকারী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জুবাইরুল ইসলাম,লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী,সেক্রেটারি শাহজাদা মিনহাজ, প্রবীণ শিক্ষাবিদ আহমদ, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম প্রকাশ নুরু মেম্বার।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপজেলা শ্রমিকদলের সেক্রেটারি ইসহাক কোম্পানী, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ শাহজাহান, বিশ্বনাথ দে,রুহুল আমিন, বদিউল আলম, চরম্বা মাইজবিলা অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নাজিম উদ্দিন নজির মেম্বার, মৌলানা আবু তাহের,মাস্টার আবদুস সালামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক,শিক্ষার্থীরা ও বিদ্যালয়ের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেষে বিদ্যালয়ের ভবন উদ্বোধন, বিদ্যায়ের সাবেক শিক্ষকদের সংবর্ধনা, সাবেক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন উপস্থিত সকল অতিথিবৃন্দরা।
ভবন উদ্বোধনকালে দোআ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ঠ আলেমেদ্বীন মাওলানা গোলাম রসুল কমরি




















