ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo ডামুড্যা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় Logo `প্রত্যেক শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে’ Logo খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অবৈধ স্থাপনা, ঘটছে দূর্ঘটনা Logo ঝিনাইদহে তরুন শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্ন ও পলিথিন নিষিদ্ধ অভিযান Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা Logo অফিস সময়ে রান্না পশ্চিমাঞ্চল রেলের কর্মচারীদরে, কাজে অনীহার অভিযোগ Logo তিতাসে পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ Logo কাঁঠালিয়া মাদক সেবনে বাঁধা দেওয়ায় ভাই ভাবীকে পিটিয়ে জখম Logo গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

বাসচাপায় নারীর মৃত্যুর প্রতিবাদে নগরকান্দায় মানববন্ধন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৭৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের নগরকান্দায় বাসচাপায় রনি বেগম (৫৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের পর এবার সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে স্পিড ব্রেকার স্থাপনসহ অন্যান্য দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় উপজেলার কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের মেইন রোডে দুর্ঘটনাস্থলে এ মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয়রা গাছ ফেলে সাময়িকভাবে সড়কে যান চলাচল বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে যান চলাচলের স্বার্থে কর্মসূচি শেষ করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “এই সড়কে গাড়ির গতির কোনো নিয়ন্ত্রণ নেই। প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। রনি বেগমের মৃত্যু শুধু একটি উদাহরণ। আমরা আর কোনো প্রাণহানি দেখতে চাই না। দ্রুত এই সড়কে স্পিড ব্রেকার স্থাপন করতে হবে।”
মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। তারা দ্রুত সময়ের মধ্যে দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে স্থায়ী স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান।
এর আগে, রোববার (২৭ জুলাই) বিকাল সাড়ে চারটায় কোদালিয়া এলাকায় বাসচাপায় রনি বেগম নিহত হন। ফরিদপুর থেকে মুকসুদপুরগামী জেইন ট্রাভেলসের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিকে ধাওয়া করে ঈশ্বরদী বটতলা এলাকায় আটকায় এবং ব্যাপক ভাঙচুর চালায়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, “ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
এলাকাবাসীর দাবি, প্রতিটি দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে মানুষ। কিন্তু সঠিক পদক্ষেপের অভাবে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাসচাপায় নারীর মৃত্যুর প্রতিবাদে নগরকান্দায় মানববন্ধন

আপডেট সময় :

ফরিদপুরের নগরকান্দায় বাসচাপায় রনি বেগম (৫৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের পর এবার সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে স্পিড ব্রেকার স্থাপনসহ অন্যান্য দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় উপজেলার কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের মেইন রোডে দুর্ঘটনাস্থলে এ মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয়রা গাছ ফেলে সাময়িকভাবে সড়কে যান চলাচল বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে যান চলাচলের স্বার্থে কর্মসূচি শেষ করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “এই সড়কে গাড়ির গতির কোনো নিয়ন্ত্রণ নেই। প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। রনি বেগমের মৃত্যু শুধু একটি উদাহরণ। আমরা আর কোনো প্রাণহানি দেখতে চাই না। দ্রুত এই সড়কে স্পিড ব্রেকার স্থাপন করতে হবে।”
মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। তারা দ্রুত সময়ের মধ্যে দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে স্থায়ী স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান।
এর আগে, রোববার (২৭ জুলাই) বিকাল সাড়ে চারটায় কোদালিয়া এলাকায় বাসচাপায় রনি বেগম নিহত হন। ফরিদপুর থেকে মুকসুদপুরগামী জেইন ট্রাভেলসের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিকে ধাওয়া করে ঈশ্বরদী বটতলা এলাকায় আটকায় এবং ব্যাপক ভাঙচুর চালায়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, “ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
এলাকাবাসীর দাবি, প্রতিটি দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে মানুষ। কিন্তু সঠিক পদক্ষেপের অভাবে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।