ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

বিআরটিএ অফিস ঘেরাওয়ের ঘোষণা সিলেটের পরিবহণ শ্রমিকদের

মোঃ সবুজ মিয়া, সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

সিলেটে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিআরটিএ অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে পরিবহণ শ্রমিকরা। আগামী ২৩ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১২টায় বিআরটিএ অফিস ঘেরাওয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করে নতুন কর্মসূচির দিন ঘোষণা করা হয়। সভায় জানানো হয়, ৩০ জানুয়ারি জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে এবং ২ ফেব্রুয়ারি বিআরটিএ সিলেটের সহকারী পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছিল। তবে প্রশাসনের কাছ থেকে কার্যকর কোনো সাড়া না পাওয়ায় ৫ ফেব্রুয়ারি চন্ডিপুলে বিশাল মালিক-শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওই সমাবেশ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের কোনো পদক্ষেপ না থাকায় আগামী ২৩ ফেব্রুয়ারি ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিন শ্রমিকদের নিজ নিজ অবস্থান থেকে মিছিলসহ বিআরটিএ অফিসে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় ভার্থখলা কেন্দ্রীয় কার্যালয়ে সিলেটের বিভিন্ন উপজেলার আঞ্চলিক উপ-পরিষদ ৭০৭ ও ২০৯৭-এর অন্তর্গত নেতৃবৃন্দকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে ঘেরাও কর্মসূচি সফল করা যায়।

রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ আলী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া-এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এবং ৭০৭-এর সভাপতি মো. জাকারিয়া আহমেদ।

এছাড়া বক্তব্য রাখেন— কার্যকরী কমিটির সভাপতি সুন্দর আলী খান, ২০৯৭ সিলেট জেলা কমিটির সভাপতি আব্দুল আলীম ভাসানী, ৭০৭-এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া, ২০৯৭ কার্যকরী কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, ৭০৭ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক শাহাব উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল আহমদ, ৭০৭-এর সদস্য এম. বরকত আলী, রাজা আহমেদ রাজা, রফিক মিয়া, আলতাব চৌধুরী, লিটন আহমেদ, সুজন মিয়া, এবাদুল আহমদ, সেবুল আহমেদ, আব্দুল জলিল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিআরটিএ অফিস ঘেরাওয়ের ঘোষণা সিলেটের পরিবহণ শ্রমিকদের

আপডেট সময় : ১২:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

 

সিলেটে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিআরটিএ অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে পরিবহণ শ্রমিকরা। আগামী ২৩ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১২টায় বিআরটিএ অফিস ঘেরাওয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করে নতুন কর্মসূচির দিন ঘোষণা করা হয়। সভায় জানানো হয়, ৩০ জানুয়ারি জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে এবং ২ ফেব্রুয়ারি বিআরটিএ সিলেটের সহকারী পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছিল। তবে প্রশাসনের কাছ থেকে কার্যকর কোনো সাড়া না পাওয়ায় ৫ ফেব্রুয়ারি চন্ডিপুলে বিশাল মালিক-শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওই সমাবেশ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের কোনো পদক্ষেপ না থাকায় আগামী ২৩ ফেব্রুয়ারি ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিন শ্রমিকদের নিজ নিজ অবস্থান থেকে মিছিলসহ বিআরটিএ অফিসে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় ভার্থখলা কেন্দ্রীয় কার্যালয়ে সিলেটের বিভিন্ন উপজেলার আঞ্চলিক উপ-পরিষদ ৭০৭ ও ২০৯৭-এর অন্তর্গত নেতৃবৃন্দকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে ঘেরাও কর্মসূচি সফল করা যায়।

রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ আলী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া-এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এবং ৭০৭-এর সভাপতি মো. জাকারিয়া আহমেদ।

এছাড়া বক্তব্য রাখেন— কার্যকরী কমিটির সভাপতি সুন্দর আলী খান, ২০৯৭ সিলেট জেলা কমিটির সভাপতি আব্দুল আলীম ভাসানী, ৭০৭-এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া, ২০৯৭ কার্যকরী কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, ৭০৭ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক শাহাব উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল আহমদ, ৭০৭-এর সদস্য এম. বরকত আলী, রাজা আহমেদ রাজা, রফিক মিয়া, আলতাব চৌধুরী, লিটন আহমেদ, সুজন মিয়া, এবাদুল আহমদ, সেবুল আহমেদ, আব্দুল জলিল প্রমুখ।