বিইউপিতে বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন

- আপডেট সময় : ০৯:৩৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৪ গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য ছিল গবেষণা, শৃঙ্খলা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সফলতা এবং বিশ্ববিদ্যালয়ের কাজে সততা ও নিষ্ঠার জন্য বিভিন্ন অনুষদ, ডিপার্টমেন্ট, শিক্ষক, এবং ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি। তিনি গবেষণা, পাঠ্যক্রমিক কার্যক্রম, নেতৃত্ব, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম ও সামাজিক ক্ষেত্রে অবদান রাখার জন্য বিভিন্ন অনুষদ, ডিপার্টমেন্ট, শিক্ষক, এবং শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৪ বিইউপির মেধাবী সদস্যদের সম্মাননা প্রদানের মাধ্যমে শৃঙ্খলা, উৎকর্ষতা এবং সততার মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতির প্রতিফলন। উল্লেখ্য, বিইউপি সবসময় নতুন জ্ঞান সৃষ্টির লক্ষ্যে গবেষণা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব প্রদান করে এবং একটি শক্তিশালী গবেষণা সংস্কৃতি গড়ে তোলার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।