ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo আধুনিক কেবিন ব্লক ও দৃষ্টিনন্দন পানির ফোয়ারা উদ্বোধন Logo ঝিনাইদহে ১০ ও ১৬ মাসে হিফজ সম্পন্ন, দুই শিক্ষার্থী ওমরাহ হজে পাঠাবে মাদ্রাসা Logo গাইবান্ধা-৩ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক Logo কক্সবাজার-৩ আসনে বিএনপির আস্থা লুৎফুর রহমান কাজল Logo উখিয়ায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার Logo শেরপুরের ঝিনাইগাতীতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা Logo মহেশপুরে মোটরসাইকেল ও আলমসাধুর সংঘর্ষে কলেজ ছাত্র নিহত Logo কেশবপুরে বিএনপির প্রার্থী তালিকায় রওনকুল ইসলাম শ্রাবণ Logo যশোরে তরিকুল ইসলাম স্মরণে সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল Logo সাদুল্লাপুরে হলুদক্ষেতে বৃদ্ধাকে ধর্ষণ ঘটনায় যুবক গ্রেফতার

ময়মনসিংহ-৩

বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ -৩ সংসদীয় আসনে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের নাম ঘোষণার পর গতকাল সোমবার বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে গৌরীপুর পৌর শহর। মনোনয়ন বঞ্চিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরণের সমর্থক শত শত নেতা-কর্মীরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে। পরদিন ( মঙ্গলবার) সকাল সাড়ে ৯ টায় গৌরীপুর জংশনে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর হাওর এক্সপ্রেস ট্রেন প্রায় ৪০ মিনিট আটকে রেখে বিক্ষোভ করেন তারা। এদিকে এ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন না করা পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে বলে আল্টিমেটাম দিয়েছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, সোমবার এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের নাম ঘোষণা করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে মনোনয়ন পরিবর্তনের দাবিতে রাত ৮টার দিকে গৌরীপুর পৌর শহরে বিক্ষোভ করেন আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থক নেতা-কর্মীরা। পরদিন ( মঙ্গলবার) সকাল সাড়ে ৯ টায় গৌরীপুর জংশনে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর হাওর এক্সপ্রেস ট্রেন ৪০ মিনিট আটকে রেখে বিক্ষোভ করেন তারা। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধে রেললাইন থেকে অবরোধ তুলে নেন নেতা-কর্মীরা। বিক্ষোভকারীরা ঘোষণা দেন আগামী ২৪ ঘন্টার মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সড়ক ও রেলপথ অবরোধ করে দাবি আদায় করা হবে।
গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম সাংবাদিকদের জানান- বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। রেলস্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস জানান, বিগত ১৭ বছর আহাম্মদ তায়েবুর রহমান হিরণ রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে একাধিকবার জেল খেটেছেন। ঘোষিত মনোনয়ন পরিবর্তন না হলে বিক্ষোভ ও কঠোর কর্মসূচী গ্রহন করা হবে। প্রয়োজনে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করবেন তারা।
আহাম্মদ তায়েবুর রহমান হিরণের স্ত্রী সাঈদা মাশরুর বলেন, “আমার স্বামী গত ১৭ বছর রাজপথে ছিলেন, শতাধিক মামলার আসামী হয়েছেন। কোনদিন বাসায় ঘুমাতে পারেননি। আমি জেলখানা-কোর্টে দৌড়াদৌড়ি করেছি। আমার মেয়ে তার বাবার সান্নিধ্য পায়নি। আমি ও আমার মেয়ে জুলাই আন্দোলনে অংশ নিয়েছি আর আমার স্বামী জেলখানাতে ছিলাম। ঘোষিত মনোনয়ন প্রত্যাহার করে আমার স্বামীর যে ত্যাগ সেই ত্যাগের মূল্যায়নের দাবী জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ময়মনসিংহ-৩

বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

আপডেট সময় :

ময়মনসিংহ -৩ সংসদীয় আসনে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের নাম ঘোষণার পর গতকাল সোমবার বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে গৌরীপুর পৌর শহর। মনোনয়ন বঞ্চিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরণের সমর্থক শত শত নেতা-কর্মীরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে। পরদিন ( মঙ্গলবার) সকাল সাড়ে ৯ টায় গৌরীপুর জংশনে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর হাওর এক্সপ্রেস ট্রেন প্রায় ৪০ মিনিট আটকে রেখে বিক্ষোভ করেন তারা। এদিকে এ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন না করা পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে বলে আল্টিমেটাম দিয়েছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, সোমবার এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের নাম ঘোষণা করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে মনোনয়ন পরিবর্তনের দাবিতে রাত ৮টার দিকে গৌরীপুর পৌর শহরে বিক্ষোভ করেন আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থক নেতা-কর্মীরা। পরদিন ( মঙ্গলবার) সকাল সাড়ে ৯ টায় গৌরীপুর জংশনে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর হাওর এক্সপ্রেস ট্রেন ৪০ মিনিট আটকে রেখে বিক্ষোভ করেন তারা। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধে রেললাইন থেকে অবরোধ তুলে নেন নেতা-কর্মীরা। বিক্ষোভকারীরা ঘোষণা দেন আগামী ২৪ ঘন্টার মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সড়ক ও রেলপথ অবরোধ করে দাবি আদায় করা হবে।
গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম সাংবাদিকদের জানান- বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। রেলস্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস জানান, বিগত ১৭ বছর আহাম্মদ তায়েবুর রহমান হিরণ রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে একাধিকবার জেল খেটেছেন। ঘোষিত মনোনয়ন পরিবর্তন না হলে বিক্ষোভ ও কঠোর কর্মসূচী গ্রহন করা হবে। প্রয়োজনে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করবেন তারা।
আহাম্মদ তায়েবুর রহমান হিরণের স্ত্রী সাঈদা মাশরুর বলেন, “আমার স্বামী গত ১৭ বছর রাজপথে ছিলেন, শতাধিক মামলার আসামী হয়েছেন। কোনদিন বাসায় ঘুমাতে পারেননি। আমি জেলখানা-কোর্টে দৌড়াদৌড়ি করেছি। আমার মেয়ে তার বাবার সান্নিধ্য পায়নি। আমি ও আমার মেয়ে জুলাই আন্দোলনে অংশ নিয়েছি আর আমার স্বামী জেলখানাতে ছিলাম। ঘোষিত মনোনয়ন প্রত্যাহার করে আমার স্বামীর যে ত্যাগ সেই ত্যাগের মূল্যায়নের দাবী জানাচ্ছি।”