সংবাদ শিরোনাম ::
বিকট শব্দে মোটরসাইকেল চালানোয় তিন আরোহী সহ ফেনীতে মটরসাইকেল আটক
ফেনী জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ২১৯ বার পড়া হয়েছে
শহরের প্রধান প্রধান সড়কে বিকট শব্দে মোটরসাইকেল চালিয়ে জনদুর্ভোগ ও জনমনে আতন্ক সৃষ্টি করার দায়ে ফেনীতে তিন মোটর সাইকেল সহ তিন আরোহীকে আটক করেছে ফেনী সদর মডেল থানার পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত উৎছৃংখল যুবকেরা ইচ্ছাকৃতভাবে সাইলেন্সার পাইপ খুলে শব্দদূষণ করে শহরের প্রধান প্রধান সড়কে গাড়ী বেপরোয়া গতিতে চালাচ্ছিল । যা জনগণের শান্তি বিনষ্ট করে এবং আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ফেনী মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
ফেনী মডেল থানায় দায়িত্বরত অফিসার ইনচার্জ মোহান্মদ শামসুদ্দীন বলেন, “বিকট শব্দে ও বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানো শুধু আইন ভঙ্গই নয়, এটি শিশু, বৃদ্ধ ও রোগীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন এবং ট্রাফিক আইনের বিভিন্ন ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সাধারণ মানুষ পুলিশের এই পদক্ষেপের ভুয়শী প্রশংশা সহ স্বাগত জানিয়েছে এবং একই সঙ্গে এ ধরনের অভিযান অব্যহত রাখার ও দাবি জানান



















