বিদেশে বসে সন্ত্রাস ও জঙ্গিবাদকে উসকে দেয়া হয় : সমাজকল্যাণমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে
অসাম্প্রদায়িক দেশ চাইলে রাজনীতিকে বেছে নিতে হবে মন্তব্য করে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মণি বলেন, দেশে রাজনীতি ঠিক হলে সবকিছু ঠিক হয়ে যাবে। বিদেশে বসে রিমোট কন্ট্রোলে বাংলাদেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদকে উসকে দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে বেড়ানো দলকে দেশ থেকে তাড়ানোর আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১৪ মে) ঢাকায় সিরডাপ মিলনায়তনে ঋষি সম্প্রদায়ের অধিকার ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে পলিসি এ্যাডভোকেসি রোডম্যাপ শীর্ষক জাতীয় গোলটেবিল আলোচনায় এ কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রী।
গ্রাম বিকাশ সহায়ক সংস্থা-জিবিএসএস আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারপার্সন প্রফেসর সাজেদা বানু। আলোচনায় অংশ নেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম শেখ, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর কেটি ক্রোক, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাপস কান্তি পাল, কাপের নির্বাহী পরিচালক খন্দকার রেবেকা সানইয়াত প্রমুখ।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, কেউ পিছিয়ে পড়ে থাকবে না। আইন, নীতিমালা প্রণয়ন থেকে বাস্তবায়ন সকল পর্যায়ে সকলের অংশগ্রহণ হওয়া জরুরি। দেশে সকল সম্প্রদায়ের মানুষ সমান মৌলিক অধিকার নিয়ে বসবাস করতে পারে সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।