বিদেশে বাংলাদেশি কর্মী যাওয়ার সংখ্যা বেড়েছে
- আপডেট সময় : ০৭:৫১:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ৩২৩ বার পড়া হয়েছে
গণমুক্তি রিপোর্ট
বিদেশে বাংলাদেশি কর্মী যাওয়ার সংখ্যা বেড়েছে। গেল বছর প্রতি হাজার জনসংখ্যার বিপরীতে আন্তর্জাতিক অভিবাসনের হার ছিল ৩ দশমিক শূন্য এবং বহির্গমনের হার ছিল ৬ দশমিক ৬০। এরমধ্যে প্রথম স্থানে রয়েছে সৌদি আরবে সবচেয়ে বেশি। প্রতি হাজারের বিপরীতে ১ দশমিক ৪০ এবং বহির্গমনের হার ৩ দশমিক ২০। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এসব তথ্য প্রকাশ করেছে।
সংস্থাটি বলছে, আন্তর্জাতিক অবস্থানের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ। যেখানে অভিবাসনের প্রতি হাজারে হার শূন্য দশমিক ৫০ এবং বহির্গমনের হার ১ দশমিক ১০। এরপরের অবস্থান মালয়েশিয়া। গত বছর দেশ থেকে বিদেশ গিয়েছেন প্রতি হাজার জনসংখ্যায় ৬ দশমিক ৬ জন। ২০২১ সালে যা ছিল ৩ দশমিক শূন্য জন।
অভিবাসনের কারণ হিসাবে বলা হয়েছে, দেশের বিপুল সংখ্যক মানুষ বিদেশে পাড়ি জমান। কর্মসংস্থানের উদ্দেশ্যে যার হার ৭১ দশমিক ৯০। বিদেশে কাজ খোঁজার জন্য যান ১০ দশমিক ৯৫ শতাংশ মানুষ। আর শিক্ষা অর্জনের জন্য যায় মাত্র ১ দশমিক ৯০ শতাংশ।