বিপ্লব ও সংহতি দিবসে বাউফলে বিএনপির জনসভা
- আপডেট সময় : ০৭:২৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৪ টায় পৌর শহরের পাবলিক মাঠ মুক্তমঞ্চে উপজেলা বিএনপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২ টা থেকেই বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতা-কর্মীরা মিছিল সহকারে সমাবেশ স্থলে আসতে শুরু করে। একরপর্যায়ে সমাবেশস্থল কানায় পূর্ণ হয়ে যায়৷ সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক জব্বার মৃধার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন।
এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল গনি শিকদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন সহ অনান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অন্যায়-অত্যাচার ও শোষনের কথা তুলে ধরেন এবং জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে দেশের উন্নয়ন ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন।