ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo `জুলাই চেতনায় ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের অঙ্গীকার’ Logo ডামুড্যায় গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ Logo বিশ্বনাথে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা Logo বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন Logo ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা Logo ভালো সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে অরবিন্দ শিশু হাসপাতাল ভূমিকা রাখছে Logo বন্ধু একাদশ হাকিমপুরকে হারিয়ে মুন্সিপাড়া ওয়ারিয়ার্স দিনাজপুর চ্যাম্পিয়ান Logo জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর Logo ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা

বিশেষ সেলে সাবেক আইজিপি মামুন

হালিম মোহাম্মদ
  • আপডেট সময় : ১২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই-আগস্টের হত্যাকান্ডের মামলায় আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আদালত সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টের হত্যাকান্ডের মামলায় আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালে তিনি বলেন, জুলাই-আগস্ট হত্যাকান্ডে জড়িত ছিলাম, সব রহস্য উন্মোচন করব। এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই। এর পর বিকেলে নিরপত্তার জন্য তাকে কারাগারে একক সেলে নেয়া হয়েছে।
কারা সূত্র বলেছে, বর্তমানে মামুনকে সতর্কাবস্থায় বিশেষ নজরদারিতে রাজধানীর অদুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের অংশ বিশেষ করাগারে রাখা হয়েছে। তাকে একক ভাবে উন্নতমানের একটি সেলে রাখা হয়। সেখানে আর কোনো বন্দিকে রাখা হয়নি। তাকে নজরদারিতে রাখার জন্য ২ জন করে তিন শিফটে ৬ জন স্পেশাল কারারক্ষী সতর্কাবস্থায় পাহারা রয়েছেন। তার সঙ্গে একমাত্র চিকিৎসক এবং জেল কর্মকর্তা ব্যতীত কোনো দেখা সাক্ষাতের অনুমতি দেয়া হচ্ছে না।
এবিষয়ে কারাগারের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাবেক আইজিপি মামুন সাহেব একক বিশেষ সেলে ভালো আছেন। নামাজ পড়ছেন। ধর্মীয় বই এবং পত্রিকা পড়ছেন। তবে আগে যে সেলে ছিলেন। গতকাল শুক্রবার দেখলাম সেল পরিবর্তন করা হয়েছে। তাকে সম্পূর্ণ আলাদা রির্জাভ সেলে নেয়া হয়েছে। সেখানে তার উপর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিন বেণা খাবারের পাশাপাশি দুই দফা তার শারিরীক চেক আপ করছেন কারা সেন্ট্রাল হাসপাতালের একাধিক চিকিৎসক। সব মিলিয়ে তিনি আলাদা সেলে সুস্থ এবং ভালো আছেন।
এক প্রশ্নের জবাবে একাধিক কর্মকর্তা বলেন, যে ব্যক্তি নিজেকে অপরাধে জড়িত বা অপরাধী মনে করেন, তা হলে কঠিন শাস্তি থেকে রেহাই পেতে নিজেকে রাজস্বাক্ষী হওয়ার জন্য আদালতে মহামান্য বিচারকের কাছে আবেদন করেন। ঘটনার সকল বিষয়গুলো সত্যিভাবে জবাববন্দিতে বলে যাবেন। কোনো মিথ্যার আশ্রয় নিবেন না। এরপরই বিচারক অপরাধীকে রাজস্বাক্ষী করার সিদ্ধান্ত নেয়।
ইতিহাস বলে, বহুকাল থেকেই অপরাধ জগৎ বড় বিচিত্র। অপরাধীকে খুঁজে বের করা পুলিশের বা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অপির্ত। কিন্তু কখনো কখনো অপরাধের রহস্য উদঘাটন করা পুলিশের পক্ষে কঠিন হয়ে পড়ে। ধৃত আসামি সহজে মুখ খুলতে চায় না। তখন পুলিশ অপরাধীকে মুক্তির প্রলোভন দেখিয়ে সত্য ঘটনা বলার জন্য সাক্ষী করার প্রস্তাব দেয়। আসামি রাজি হলে তাকে রাষ্ট্রের পক্ষে সাক্ষী করা হয়।
সুতরাং বলা যায় রাজসাক্ষী মানে রাজ্যের সাক্ষী। যেহেতু সাক্ষ্য আইন প্রণয়নের সময় রাজার রাজ্য প্রথা ছিল, সেহেতু এ ধরনের সাক্ষীকে রাজসাক্ষী বলা হতো। এখন রাজাও নেই রাজত্ব প্রথাও নেই। তাই রাজসাক্ষীকে বতর্মানে রাষ্ট্রের সাক্ষী বলা হয়। যাকে রাজসাক্ষী করা হয় তার বক্তব্য গ্রহণ করার জন্য অন্যান্য নিরপেক্ষ সমথর্নযোগ্য সাক্ষীও থাকে।
সাধারণ অর্থে বলা যায় যে, যে অপরাধী, প্ররোচক বা জড়িত হিসেবে অপরাধের বিষয়ে বা প্রত্যেকসহ অপরাধীর (অপপড়সঢ়ষরপব) বিষয়ে তার জ্ঞানের মধ্যে থাকা সকল ঘটনার সম্পূর্ণ ও সত্য বিবরণ প্রকাশ করবে, এই শর্তে তাকে বিচারক ক্ষমার প্রস্তাব দিতে পারেন। ফৌজদারী মামলাতে এই সুযোগপ্রাপ্ত অপরাধীকে রাজসাক্ষী (অঢ়ঢ়ৎড়াবৎ) বলা হয়। যদিও সাক্ষ্য আইনে রাজসাক্ষী কথাটি সংজ্ঞায়িত করা নেই।
কোনো আসামি রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে রাজি হলে প্রথমে তাকে রাজসাক্ষী হিসেবে ঘোষণা করা হয় এবং পরে কারাগারে রাখা হয় যাতে অন্য কোনো অপরাধী বা ব্যক্তি তাকে প্রভাবিত করতে না পারে। এ প্রসঙ্গে সাক্ষ্য আইনের ১৩৩ ধারায় বলা হয়েছে, অপরাধী অন্য সহযোগী অপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করার উপযুক্ত ব্যক্তি বলে বিবেচিত হতে হবে। দুষ্কমের্র সহযোগীর অসমথির্ত সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে সাজা দেয়া হলে তা বেআইনি বলে গণ্য হবে না। এ ধারা মতে আসামিকে যিনি রাজসাক্ষী হবেন তাকে ক্ষমা প্রদশের্নর ব্যবস্থা করা হয়েছে যাতে আসামি সাক্ষী হিসেবে ব্যবহৃত হতে পারে।
অন্যদিকে সাক্ষ্য আইনের ১৪৪ ধারার বিধান মোতাবেক রাজসাক্ষীর একক সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে শাস্তি প্রদান করা আইনত যুক্তিসঙ্গত হবে না। কেননা সে অন্যান্য সহযোগী অপরাধীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে। কাজেই রাজসাক্ষীর মতো একজন বিশ্বাসঘাতক সাক্ষীর সাক্ষ্য গ্রহণে আদালত বেশ সতকর্তা অবলম্বন করেন। আর আসামির সংখ্যা বেশি হলে এমনভাবে সাক্ষ্য প্রদান করতে হবে যাতে প্রত্যেক আসামির পৃথকভাবে অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।
অপরাধ দমনের দায়িত্ব রাষ্ট্রের। আর একারণে অধিকাংশ অপরাধের মামলার বাদী রাষ্ট্র হয়ে থাকে। আইনশৃঙ্খলা রক্ষা করে জনগণের নিরাপত্তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের। ব্রিটিশ শাসনামলে বাদী হতেন রাজা। তাই গুরুতর অপরাধ সংঘটনকারী ব্যক্তি যারা আইনের সুযোগ নিয়ে সাক্ষী হয়ে রাজার পক্ষে সাক্ষ্য প্রদান করতেন তারাই রাজসাক্ষী হিসেবে গণ্য হতেন। কোনো একটি অপরাধ সংঘটনে যে সব ব্যক্তি জড়িত থাকে তাদের প্রত্যেককে অপরাধের সহযোগী বলা চলে।
অপরাধে সহযোগী সাধারণত সরকার থেকে ক্ষমার প্রতিশ্রুতি লাভ করে রাজসাক্ষীতে পরিণত হয় এবং সে কারণে সরকারের পক্ষাশ্রিত হওয়ার সম্ভাবনা থাকে। সাক্ষ্যের অভাবে কোনো অপরাধী যাতে শাস্তি থেকে অব্যাহতি না পায় সে কারণে ফৌজদারি কাযির্বধির ৩৩৭ ও ৩৩৮ ধারায় কতিপয় শর্তসাপেক্ষে আসামিকে সাক্ষী হিসেবে ব্যবহার করার বিধান রয়েছে। গুরুতর অপরাধ সংঘটনকারীর কোনো সহচর যদি অপরাধের ঘটনা সম্পূণর্ভাবে প্রকাশ করে এবং নিজেকে জড়িয়ে সহচরদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে তাহলে তাকে ‘রাজসাক্ষী’ বলে।
কেবল দায়রা আদালতে বিচারযোগ্য কোনো অপরাধ বা দশ বছর পযর্ন্ত কারাদ-ে দন্ডণীয় কোনো অপরাধ বা দ-বিধির ২১১ ধারার অধীনে সাত বছর পযর্ন্ত কারাদ-ে দ-নীয় কোনো অপরাধ বা দন্ডবিধির ধারা ২১৬ক, ৩৬৯, ৪০১, ৪৩৫ ও ৪৭৭ক-এর কোনো অপরাধের ক্ষেত্রে একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কোনো প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট অপরাধটির তদন্ত অনুসন্ধান বা বিচারের কোনো পর্যায়ে অপরাধের সহযোগী কোনো ব্যক্তিকে এই শর্তের ক্ষমা করার প্রস্তাব দিতে পারেন যে অপরাধীদের সম্পকের্ গুরুত্বপূর্ণ তথ্যগত বিষয়ে সত্য ঘটনা প্রকাশ করলে তাকে ক্ষমা করা যাবে। রাজসাক্ষীর দেয়া তথ্য পরবর্তীতে যদি অসত্য প্রতিপন্ন হয়, সেক্ষেত্রে সে ক্ষমা পাবে না।
রাজসাক্ষীর বিবৃতিতে দুটি উপাদান থাকতে হবে যথা-সে অপরাধে অংশগ্রহণ করেছিল এবং অন্য সব আসামির অংশগ্রহণ গুরুত্বপূণর্ বিষয় দ্বারা সমথির্ত। রাজসাক্ষী যদি আগে থেকে জামিনে না থাকে তাহলে তাকে বিচার শেষ না হওয়া পযর্ন্ত কারাগারে আটক রাখতে হবে। কারণ জামিনে থাকা রাজসাক্ষীর সাক্ষ্যের প্রকৃতি অনেকটা দুবর্ল। সহ-অপরাধী বা রাজসাক্ষীর বক্তব্যের ওপর নিভর্র করে সাজা দান করার ক্ষেত্রে আদালত সবোর্চ্চ সতকর্তা অবলম্বন করে এবং সাবির্কভাবে ন্যায়বিচারের ক্ষেত্রে আদালত বিচক্ষণতার সঙ্গে কাজ করে থাকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশেষ সেলে সাবেক আইজিপি মামুন

আপডেট সময় :

জুলাই-আগস্টের হত্যাকান্ডের মামলায় আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আদালত সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টের হত্যাকান্ডের মামলায় আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালে তিনি বলেন, জুলাই-আগস্ট হত্যাকান্ডে জড়িত ছিলাম, সব রহস্য উন্মোচন করব। এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই। এর পর বিকেলে নিরপত্তার জন্য তাকে কারাগারে একক সেলে নেয়া হয়েছে।
কারা সূত্র বলেছে, বর্তমানে মামুনকে সতর্কাবস্থায় বিশেষ নজরদারিতে রাজধানীর অদুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের অংশ বিশেষ করাগারে রাখা হয়েছে। তাকে একক ভাবে উন্নতমানের একটি সেলে রাখা হয়। সেখানে আর কোনো বন্দিকে রাখা হয়নি। তাকে নজরদারিতে রাখার জন্য ২ জন করে তিন শিফটে ৬ জন স্পেশাল কারারক্ষী সতর্কাবস্থায় পাহারা রয়েছেন। তার সঙ্গে একমাত্র চিকিৎসক এবং জেল কর্মকর্তা ব্যতীত কোনো দেখা সাক্ষাতের অনুমতি দেয়া হচ্ছে না।
এবিষয়ে কারাগারের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাবেক আইজিপি মামুন সাহেব একক বিশেষ সেলে ভালো আছেন। নামাজ পড়ছেন। ধর্মীয় বই এবং পত্রিকা পড়ছেন। তবে আগে যে সেলে ছিলেন। গতকাল শুক্রবার দেখলাম সেল পরিবর্তন করা হয়েছে। তাকে সম্পূর্ণ আলাদা রির্জাভ সেলে নেয়া হয়েছে। সেখানে তার উপর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিন বেণা খাবারের পাশাপাশি দুই দফা তার শারিরীক চেক আপ করছেন কারা সেন্ট্রাল হাসপাতালের একাধিক চিকিৎসক। সব মিলিয়ে তিনি আলাদা সেলে সুস্থ এবং ভালো আছেন।
এক প্রশ্নের জবাবে একাধিক কর্মকর্তা বলেন, যে ব্যক্তি নিজেকে অপরাধে জড়িত বা অপরাধী মনে করেন, তা হলে কঠিন শাস্তি থেকে রেহাই পেতে নিজেকে রাজস্বাক্ষী হওয়ার জন্য আদালতে মহামান্য বিচারকের কাছে আবেদন করেন। ঘটনার সকল বিষয়গুলো সত্যিভাবে জবাববন্দিতে বলে যাবেন। কোনো মিথ্যার আশ্রয় নিবেন না। এরপরই বিচারক অপরাধীকে রাজস্বাক্ষী করার সিদ্ধান্ত নেয়।
ইতিহাস বলে, বহুকাল থেকেই অপরাধ জগৎ বড় বিচিত্র। অপরাধীকে খুঁজে বের করা পুলিশের বা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অপির্ত। কিন্তু কখনো কখনো অপরাধের রহস্য উদঘাটন করা পুলিশের পক্ষে কঠিন হয়ে পড়ে। ধৃত আসামি সহজে মুখ খুলতে চায় না। তখন পুলিশ অপরাধীকে মুক্তির প্রলোভন দেখিয়ে সত্য ঘটনা বলার জন্য সাক্ষী করার প্রস্তাব দেয়। আসামি রাজি হলে তাকে রাষ্ট্রের পক্ষে সাক্ষী করা হয়।
সুতরাং বলা যায় রাজসাক্ষী মানে রাজ্যের সাক্ষী। যেহেতু সাক্ষ্য আইন প্রণয়নের সময় রাজার রাজ্য প্রথা ছিল, সেহেতু এ ধরনের সাক্ষীকে রাজসাক্ষী বলা হতো। এখন রাজাও নেই রাজত্ব প্রথাও নেই। তাই রাজসাক্ষীকে বতর্মানে রাষ্ট্রের সাক্ষী বলা হয়। যাকে রাজসাক্ষী করা হয় তার বক্তব্য গ্রহণ করার জন্য অন্যান্য নিরপেক্ষ সমথর্নযোগ্য সাক্ষীও থাকে।
সাধারণ অর্থে বলা যায় যে, যে অপরাধী, প্ররোচক বা জড়িত হিসেবে অপরাধের বিষয়ে বা প্রত্যেকসহ অপরাধীর (অপপড়সঢ়ষরপব) বিষয়ে তার জ্ঞানের মধ্যে থাকা সকল ঘটনার সম্পূর্ণ ও সত্য বিবরণ প্রকাশ করবে, এই শর্তে তাকে বিচারক ক্ষমার প্রস্তাব দিতে পারেন। ফৌজদারী মামলাতে এই সুযোগপ্রাপ্ত অপরাধীকে রাজসাক্ষী (অঢ়ঢ়ৎড়াবৎ) বলা হয়। যদিও সাক্ষ্য আইনে রাজসাক্ষী কথাটি সংজ্ঞায়িত করা নেই।
কোনো আসামি রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে রাজি হলে প্রথমে তাকে রাজসাক্ষী হিসেবে ঘোষণা করা হয় এবং পরে কারাগারে রাখা হয় যাতে অন্য কোনো অপরাধী বা ব্যক্তি তাকে প্রভাবিত করতে না পারে। এ প্রসঙ্গে সাক্ষ্য আইনের ১৩৩ ধারায় বলা হয়েছে, অপরাধী অন্য সহযোগী অপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করার উপযুক্ত ব্যক্তি বলে বিবেচিত হতে হবে। দুষ্কমের্র সহযোগীর অসমথির্ত সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে সাজা দেয়া হলে তা বেআইনি বলে গণ্য হবে না। এ ধারা মতে আসামিকে যিনি রাজসাক্ষী হবেন তাকে ক্ষমা প্রদশের্নর ব্যবস্থা করা হয়েছে যাতে আসামি সাক্ষী হিসেবে ব্যবহৃত হতে পারে।
অন্যদিকে সাক্ষ্য আইনের ১৪৪ ধারার বিধান মোতাবেক রাজসাক্ষীর একক সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে শাস্তি প্রদান করা আইনত যুক্তিসঙ্গত হবে না। কেননা সে অন্যান্য সহযোগী অপরাধীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে। কাজেই রাজসাক্ষীর মতো একজন বিশ্বাসঘাতক সাক্ষীর সাক্ষ্য গ্রহণে আদালত বেশ সতকর্তা অবলম্বন করেন। আর আসামির সংখ্যা বেশি হলে এমনভাবে সাক্ষ্য প্রদান করতে হবে যাতে প্রত্যেক আসামির পৃথকভাবে অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।
অপরাধ দমনের দায়িত্ব রাষ্ট্রের। আর একারণে অধিকাংশ অপরাধের মামলার বাদী রাষ্ট্র হয়ে থাকে। আইনশৃঙ্খলা রক্ষা করে জনগণের নিরাপত্তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের। ব্রিটিশ শাসনামলে বাদী হতেন রাজা। তাই গুরুতর অপরাধ সংঘটনকারী ব্যক্তি যারা আইনের সুযোগ নিয়ে সাক্ষী হয়ে রাজার পক্ষে সাক্ষ্য প্রদান করতেন তারাই রাজসাক্ষী হিসেবে গণ্য হতেন। কোনো একটি অপরাধ সংঘটনে যে সব ব্যক্তি জড়িত থাকে তাদের প্রত্যেককে অপরাধের সহযোগী বলা চলে।
অপরাধে সহযোগী সাধারণত সরকার থেকে ক্ষমার প্রতিশ্রুতি লাভ করে রাজসাক্ষীতে পরিণত হয় এবং সে কারণে সরকারের পক্ষাশ্রিত হওয়ার সম্ভাবনা থাকে। সাক্ষ্যের অভাবে কোনো অপরাধী যাতে শাস্তি থেকে অব্যাহতি না পায় সে কারণে ফৌজদারি কাযির্বধির ৩৩৭ ও ৩৩৮ ধারায় কতিপয় শর্তসাপেক্ষে আসামিকে সাক্ষী হিসেবে ব্যবহার করার বিধান রয়েছে। গুরুতর অপরাধ সংঘটনকারীর কোনো সহচর যদি অপরাধের ঘটনা সম্পূণর্ভাবে প্রকাশ করে এবং নিজেকে জড়িয়ে সহচরদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে তাহলে তাকে ‘রাজসাক্ষী’ বলে।
কেবল দায়রা আদালতে বিচারযোগ্য কোনো অপরাধ বা দশ বছর পযর্ন্ত কারাদ-ে দন্ডণীয় কোনো অপরাধ বা দ-বিধির ২১১ ধারার অধীনে সাত বছর পযর্ন্ত কারাদ-ে দ-নীয় কোনো অপরাধ বা দন্ডবিধির ধারা ২১৬ক, ৩৬৯, ৪০১, ৪৩৫ ও ৪৭৭ক-এর কোনো অপরাধের ক্ষেত্রে একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কোনো প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট অপরাধটির তদন্ত অনুসন্ধান বা বিচারের কোনো পর্যায়ে অপরাধের সহযোগী কোনো ব্যক্তিকে এই শর্তের ক্ষমা করার প্রস্তাব দিতে পারেন যে অপরাধীদের সম্পকের্ গুরুত্বপূর্ণ তথ্যগত বিষয়ে সত্য ঘটনা প্রকাশ করলে তাকে ক্ষমা করা যাবে। রাজসাক্ষীর দেয়া তথ্য পরবর্তীতে যদি অসত্য প্রতিপন্ন হয়, সেক্ষেত্রে সে ক্ষমা পাবে না।
রাজসাক্ষীর বিবৃতিতে দুটি উপাদান থাকতে হবে যথা-সে অপরাধে অংশগ্রহণ করেছিল এবং অন্য সব আসামির অংশগ্রহণ গুরুত্বপূণর্ বিষয় দ্বারা সমথির্ত। রাজসাক্ষী যদি আগে থেকে জামিনে না থাকে তাহলে তাকে বিচার শেষ না হওয়া পযর্ন্ত কারাগারে আটক রাখতে হবে। কারণ জামিনে থাকা রাজসাক্ষীর সাক্ষ্যের প্রকৃতি অনেকটা দুবর্ল। সহ-অপরাধী বা রাজসাক্ষীর বক্তব্যের ওপর নিভর্র করে সাজা দান করার ক্ষেত্রে আদালত সবোর্চ্চ সতকর্তা অবলম্বন করে এবং সাবির্কভাবে ন্যায়বিচারের ক্ষেত্রে আদালত বিচক্ষণতার সঙ্গে কাজ করে থাকে।