বিশ্বকর্মা পূজা: বুধবার বন্ধ থাকবে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি

- আপডেট সময় : ৭ বার পড়া হয়েছে
ভারতে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজা উপলক্ষে আগামীকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, আগামীকাল ভারতে বিশ্বকর্মা পূজার সরকারি ছুটি থাকায় বেনাপোল- পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
পরিচালক শামীম হোসেন জানান, বিশ্বকর্মা পূজার ছুটির কারণে বুধবার বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরে মালামাল ওঠানামাসহ খালাস প্রক্রিয়া সচল থাকবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে।