বিশ্বনাথে মরমী কবি হাসন রাজার স্মরণোৎসবের প্রস্তুতি
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
বিশ্বনাথে ‘হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ’র উদ্যোগে প্রথম বারের মতো মরমী কবি হাসন রাজার জন্মভূমি উপজেলার রামপাশা গ্রামস্থ পৈত্রিক বাড়িতে ‘স্মরণোৎসব’ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সংগঠনের নেতৃবৃন্দ স্মরণোৎসব আয়োজনের জন্য প্রাথমিকভাবে নির্ধারিত মাঠ পরিদর্শন করেন।
মাঠ পরিদর্শন শেষে হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার জহিরুল ইসলাম (অচিনপুরী) বলেন, মরমী কবি হাসন রাজাকে একজন জমিদার হিসাবে বেশি প্রচার করে ফেলছি। অথচ তিনি মরমী ও সুফিবাদী দর্শণ এবং একজন দরবেশ ছিলেন, আমরা তাঁর এ পরিচয়কে সঠিকভাবে জগৎবাসীর কাছে তুলে ধরতে পারিনি। এটা আমাদের ভুল ছিল। তাই আমাদেরকে সংশোধন করার সময় এসেছে। আমাদের সবাইকে হাসন রাজাসহ মরমী সাধকদের দর্শণ ধারণ ও চর্চা করে প্রথমে নিজেদের গড়তে হবে। তাহলেই এ দর্শণ দেশ ও সমাজে ছড়িয়ে পড়বে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা সাহাবাজ রাজা চৌধুরী, শামীম রেজা চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আসাদুজ্জামান নূর আসাদ, সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নু, যুগ্ম সম্পাদক সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক দিলওয়ার হোসেন শিপলু, প্রচার সম্পাদক শাহান উদ্দিন নাজু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাসেল, সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক এম এজাজুল হক এজাজ, সদস্য আব্দুল মনাফ প্রমুখ নেতৃবৃন্দ।



















