বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ফ্রি কম্পিউটার কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন
- আপডেট সময় : ১০৬ বার পড়া হয়েছে
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের উদ্যোগে পরিচালিত ফ্রি ‘কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন’ কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস সফলভাবে সম্পন্ন হয়েছে। গত সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টায় বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের কার্যালয়ে এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের কো-অর্ডিনেটর নিশিকান্ত পাল এবং পরিচালনায় ছিলেন ট্রাস্টের কম্পিউটার প্রশিক্ষক সালেহ আহমদ সাকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মডেল মসজিদের সহকারী ইমাম শাকিল আহমদ আবদুল্লাহ।
বক্তারা বলেন, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট সম্পূর্ণ বিনামূল্যে সফলভাবে প্রথম ব্যাচ সম্পন্ন করে দ্বিতীয় ব্যাচ শুরু করেছে। বিশ্বনাথের তরুণদের কথা বিবেচনায় রেখে এই কোর্সের মাধ্যমে তাদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করাই ট্রাস্টের মূল লক্ষ্য।




















