বিশ্বানাথের দশঘর বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত

- আপডেট সময় : ০২:২২:১১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
বিশ্বনাথে দশঘর মাছুখালী বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল থেকে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে প্রায় তিনশতাধিক রোগীর ফ্রি চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে। রহমত আলী ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল এর উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ভোধন করেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. দেলওয়ার হোসেন সুমন। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দশঘর ইউনিয়নের সাবেক মেম্বার ও প্রবিণ মুরব্বি আব্দুর রহিম।
শওকত আলীর পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক মো. ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়, সুনামগঞ্জ জেলা আইনজিবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শুকুর আলী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি মাফিজ খান। এসময় আগত রোগীদের সেবা প্রদান করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এন্ড কলেজের এক্স মেডিকেল অফিসার ডাক্তার মো. মাহমুদুল আমিন ও বিশ্বনাথ উপস্বাস্থ্য কেন্দ্রের প্রাক্তন উপ সহকারী মেডিকেল অফিসার ডা.এম.এ কুদ্দুছ চৌধুরী। সভায় বক্তারা এভাবে সরকারে পাশাপাশি বিত্তবানরা আরো এগিয়ে আসলে সমাজের অনেক উপকার হবে। মানুষের মৌলিক অধিকারের সবচয়ে বড় অধিকার হচ্ছে স্বাস্থ্য। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রহমত আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রহমত আলী।