ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::

বিশ্ব মা দিবস উপলক্ষ্যে বিশেষ উপাসনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:১৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

Mothers day design over dotted brown background, vector illustration

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বিশ্ব মা দিবস উপলক্ষ্যে রবিবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের চিলড্রেন অব লাইট চার্চে বিশেষ উপসনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চিলড্রেন অব লাইট চার্চ এর বিশপ ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক রেভা: জাকের আলী শুভ। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক এন্টনী এল রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শামীমা পারভীন, আতিয়ার রহমান এবং মাইকেল আজাদ। স্বাগত বক্তব্য রাখেন মারিয়া। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও চিলড্রেন অব লাইট চার্চ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সমাজ ও পরিবার গঠনে মা’দের ভূমিকা খুবই গুরুত্বর্র্পূণ। মা হলো একটি প্রতিষ্ঠান, মায়ের ঋণ কোন দিন শোধ হবার নয়। এই পৃথিবীর মা’ই হলো আমাদের সবচেয়ে কাছের আপনজন। মায়া-মমতা-ভালবাসা দিয়ে সন্তানদের আগলে রাখেন মা। একজন মা সন্তান লালন-পালন থেকে শুরু করে সংসারের সকল কাজই করে থাকেন। মায়েদের দায়িত্ব সন্তানদের সঠিকভাবে পালন করা উচিৎ।

পৃথিবীর মধুরতম ডাক হলো “মা”। ছোট্ট এ শব্দের ভেতরে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। শৈশব থেকে আনন্দ-বেদনা-ভয় কিংবা উদ্দীপনা- প্রতিটি মানবিক অনুভূতিতে মায়ের নাম জড়িয়ে থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা নামের ওই মমতাময়ী নারীর আঁচল।

আজ রবিবার পৃথিবীর সেই সকল মমতাময়ীর সম্মানে বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বব্যাপী বিশেষ মর্যাদায় দিনটি পালিত হয়। বক্তারা আরও বলেন, যার সাথে মায়ের দোয়া আছে সে নিজের লক্ষ্যে পৌঁছাবেই। শুধু একটি দিন নয়, প্রতিটি দিনই মা দিবস পালন করা উচিৎ। অনুষ্ঠানে প্রধান অতিথি সকল মা’দের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বর্তমানে প্রচলিত মা দিবসের সূচনা হয় ১৯০৮ সালে। গত শতাব্দীর শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক স্কুলশিক্ষিকা অ্যানা জারভিস সেখানকার পারিবারিক বিচ্ছিন্নতা দেখে মর্মাহত হয়ে মায়ের জন্য বিশেষ দিন পালনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করার কথা ভাবলেন। নিজের সেই মহৎ ভাবনা বাস্তবায়নের আগেই ১৯০৫ সালের ৯ মে মারা যান তিনি। তার মৃত্যুর পর মেয়ে অ্যানা এম জারভিস মায়ের শেষ ইচ্ছা পূরণের উদ্দেশ্যে কাজ শুরু করেন।
বন্ধুবান্ধবকে নিয়ে ১৯০৮ সালে তার মা ফিলাডেলফিয়ার যে গির্জায় উপাসনা করতেন, সেখানে সব মাকে নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে মা দিবসের সূচনা করেন। ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে মে মাসের দ্বিতীয় রোববারকে মায়েদের জন্য উৎসর্গ করে সরকারি ছুটির দিন ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন। এরপর থেকেই মে মাসের দ্বিতীয় রবিবার আন্তর্জাতিক মা দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে। উপাসনা পরিচালনা করেন রেভা: জাকের আলী শুভ, বিশপ চিলড্রেন অব লাইট চার্চ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্ব মা দিবস উপলক্ষ্যে বিশেষ উপাসনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:১৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

 

বিশ্ব মা দিবস উপলক্ষ্যে রবিবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের চিলড্রেন অব লাইট চার্চে বিশেষ উপসনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চিলড্রেন অব লাইট চার্চ এর বিশপ ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক রেভা: জাকের আলী শুভ। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক এন্টনী এল রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শামীমা পারভীন, আতিয়ার রহমান এবং মাইকেল আজাদ। স্বাগত বক্তব্য রাখেন মারিয়া। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও চিলড্রেন অব লাইট চার্চ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সমাজ ও পরিবার গঠনে মা’দের ভূমিকা খুবই গুরুত্বর্র্পূণ। মা হলো একটি প্রতিষ্ঠান, মায়ের ঋণ কোন দিন শোধ হবার নয়। এই পৃথিবীর মা’ই হলো আমাদের সবচেয়ে কাছের আপনজন। মায়া-মমতা-ভালবাসা দিয়ে সন্তানদের আগলে রাখেন মা। একজন মা সন্তান লালন-পালন থেকে শুরু করে সংসারের সকল কাজই করে থাকেন। মায়েদের দায়িত্ব সন্তানদের সঠিকভাবে পালন করা উচিৎ।

পৃথিবীর মধুরতম ডাক হলো “মা”। ছোট্ট এ শব্দের ভেতরে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। শৈশব থেকে আনন্দ-বেদনা-ভয় কিংবা উদ্দীপনা- প্রতিটি মানবিক অনুভূতিতে মায়ের নাম জড়িয়ে থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা নামের ওই মমতাময়ী নারীর আঁচল।

আজ রবিবার পৃথিবীর সেই সকল মমতাময়ীর সম্মানে বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বব্যাপী বিশেষ মর্যাদায় দিনটি পালিত হয়। বক্তারা আরও বলেন, যার সাথে মায়ের দোয়া আছে সে নিজের লক্ষ্যে পৌঁছাবেই। শুধু একটি দিন নয়, প্রতিটি দিনই মা দিবস পালন করা উচিৎ। অনুষ্ঠানে প্রধান অতিথি সকল মা’দের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বর্তমানে প্রচলিত মা দিবসের সূচনা হয় ১৯০৮ সালে। গত শতাব্দীর শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক স্কুলশিক্ষিকা অ্যানা জারভিস সেখানকার পারিবারিক বিচ্ছিন্নতা দেখে মর্মাহত হয়ে মায়ের জন্য বিশেষ দিন পালনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করার কথা ভাবলেন। নিজের সেই মহৎ ভাবনা বাস্তবায়নের আগেই ১৯০৫ সালের ৯ মে মারা যান তিনি। তার মৃত্যুর পর মেয়ে অ্যানা এম জারভিস মায়ের শেষ ইচ্ছা পূরণের উদ্দেশ্যে কাজ শুরু করেন।
বন্ধুবান্ধবকে নিয়ে ১৯০৮ সালে তার মা ফিলাডেলফিয়ার যে গির্জায় উপাসনা করতেন, সেখানে সব মাকে নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে মা দিবসের সূচনা করেন। ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে মে মাসের দ্বিতীয় রোববারকে মায়েদের জন্য উৎসর্গ করে সরকারি ছুটির দিন ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন। এরপর থেকেই মে মাসের দ্বিতীয় রবিবার আন্তর্জাতিক মা দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে। উপাসনা পরিচালনা করেন রেভা: জাকের আলী শুভ, বিশপ চিলড্রেন অব লাইট চার্চ।