বৃহস্পতিবার থেকে পাঁচ ঘণ্টার জন্য স্বল্প দূরত্বের ট্রেন চলাচল
- আপডেট সময় : ০৯:১০:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪ ১২০ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে লোকাল ও কমিউটার ট্রেন দিয়ে স্বল্পদূরত্বের ট্রেন পরিষেবা চালু করতে যাচ্ছে রেলভবন। পাঁচ ঘণ্টার স্বল্প দূরত্বে যাত্রীবাহী ট্রেন চলাচলের নির্ধারিত রুট হচ্ছে, ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-গাজীপুর এবং ঢাকা-টাঙ্গাইল।
তিতাস কমিউটার ট্রেন ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলাচল করবে। ট্রেনটি সকাল সোয়া ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়বে আর দুপুর ১টা ৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকামুখো যাত্রা শুরু করবে।
বুধবার (২৪ জুলাই) চলমান পরিস্থিতিতে ট্রেন চলাচলের বিষয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে রেলভবন।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর সংবাদমাধ্যমকে বলেন, কারফিউ শিথিল সময়টাতেই স্বল্প দূরত্বের ট্রেন চলবে। এরপর সরকার কারফিউ নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রেলভবন সূত্র বলছে, ঢাকা-নারায়ণগঞ্জ পথে স্বাভাবিক সময়ে ২০ বারের বেশি কমিউটার ট্রেন চলাচল করে। কারফিউকালীন বৃহস্পতিবার থেকে ট্রেন তিন-চারবার আসা-যাওয়া করতে পারে। ঠিক কতবার ট্রেন চলাচল করবে তা এখনও নিশ্চিত নয়।
বুধবার ( ৪ জুলাই) কিছু মালবাহী ট্রেন চলাচল করেছে। মঙ্গলবার থেকে থেকেই তেলবাহী ট্রেন চলাচল করছে। ভারত থেকে পাথরবাহী দুটি মালবাহী ট্রেন এসেছে আজ।
আর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সরবরাহের লক্ষ্যে চলছে তেলবাহী ট্রেন। শুক্রবার থেকে কিছু আন্তঃনগর ট্রেন চালানোর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে রেল সূত্র।