বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর
- আপডেট সময় : ০৪:৩৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ৩৬৪ বার পড়া হয়েছে
বুধবার (১০ এপ্রিল) সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। সোমবার (৮ এপ্রিল) সেখানে শাওয়াল মাসের চাঁদ না যাওয়ায় বুধবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা আসে।
সাধারণ সৌদি আরবে রমজান শুরু হওয়ার একদিন পর বাংলাদেশে রমজান শুরু হয়েছে। সে হিসাবে সৌদিতে বুধবার ঈদুল ফিতর উদযাপন হলে বাংলাদেশে একদিন পর অর্থাৎ বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপনের কথা।
চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদ্যাপিত হয়ে থাকে।
এদিকে মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। বুধবার রমজানের ৩০ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এক বৈঠকে এ সিদ্ধান জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি।
বাংলাএদশে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে জামাত অনুষ্ঠিত না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবার কথা জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে আগামীকাল মঙ্গলবার দেশটিতে শেষ রোজা হবে। তার পরদিন শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপন করা হবে।
আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। যদি শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে বুধবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে বৃহস্পতিবার ঈদ উদযাপন করবে বাংলাদেশ।
প্রসঙ্গত, ২০২৪ সালের ইদুল ফিতর উদযাপন হবে ১০ এপ্রিল। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এমন তথ্য জানিয়েছিলো সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিদ্যা বিষয়ক সংস্থা আমিরাতস এস্ট্রোনোমি সোসাইটি।
গত বছর ১৪ সেপ্টেম্বর এক প্রতিবেদন এমন তথ্য জানিয়েছিলো মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।
আমিরাতস এস্ট্রোনোমি সোসাইটির গণনা অনুসারে, ২০২৪ সালে রমজান মাস শুরু হবে মার্চের দ্বিতীয় সপ্তাহে এবং মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ১০ এপ্রিল।
২০২৩ সালে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ২৩ মার্চ। আর ঈদুল ফিতর উদযাপিত হয়েছিল ২১ এপ্রিল। অপরদিকে বাংলাদেশসহ অন্য দেশগুলোত ২৪ মার্চ রোজা ও ২২ এপ্রিল ঈদ পালন করা হয়।