বেইলি রোডসহ সব আবাসিক এলাকায় রেস্টুরেন্ট বন্ধ চেয়ে রিট

- আপডেট সময় : ১১:৩২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ২৮৯ বার পড়া হয়েছে
ঢাকার অলিগলি এমনকি বহু শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পাশে, সরস্পথের ধারে, ফুটপাতে নানা রকমের দোকান গড়ে ওঠেছে। যেখানে অবাদে ব্যবহার করা হচ্ছে গ্যাস সিলিণ্ডার।
যে কোন মুহূর্তে এসব দোকানে অগ্নিকাণ্ডসহ নানা রকমের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বেশেষ করে আবাসিক এলাকায় খাবার দোকান করাটা একটা ফ্যাশানে হয়ে ওঠেছে। নিয়ম-কানুনের তোয়াক্কা না করার এই সংস্কৃতির কারণে বিভিন্ন সময়ে দুর্ঘটনা টে থাকে।
বেইলি রোডসহ আবাসিক এলাকায় রেষ্টুরেন্টসহ সকল ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ।
রোববার (৩ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চে রিটটির শুনানির দিন নির্ধারণ করা হবে। রিটে বেইলি রোডে অবস্থিত গ্রিন কোজি ভবনে অগ্নিকাণ্ড তদন্ত করে প্রকৃত দায়ীদের গ্রেপ্তার এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ ঢাকার বেইলি রোডের একটি ভবনে আগুন লাগে। এ ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে।