বেপরোয়া লঞ্চের বলি ৫, ঈদের বিকেলে সদরঘাটে বিষাদের ছায়া
- আপডেট সময় : ০৫:৩৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ ২৭২ বার পড়া হয়েছে
সব কিছু ঠিকঠাকই ছিলো। টার্মিনালে বাধা লঞ্চে ফাঁক দিয়ে নৌকা প্রবেশ করিয়ে লঞ্চে ওঠার দৃশ্য পুরাতন। কিন্তু ঈদের বিকালে সেই পুরানো আনন্দের দৃশ্যই বিষাদের ছায়া নেমে আসে সদরঘাট টার্মিনালে।
সংশ্লিষ্ট ও ফায়ার সার্ভিস জানাচ্ছে, সদরঘাট পন্টুনে বাঁধা দুই লঞ্চের মাঝে অন্য একটি লঞ্চ বেপরোয়াভাবে প্রবেশ করানোর সময় দড়ি ছিঁড়ে যায়। তাতে লঞ্চে ওঠার সময় ৫জন যাত্রী মারা যায়।
আহত হয়েছেন আরও বেশ কয়েকজন তাদের মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৩টা নাগাদ লঞ্চে ওঠানামার দড়ি ছিঁড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
সদরঘাট লঞ্চ টার্মিনালের বার্থিং সারেং শেখ মো. আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, লঞ্চের দড়ি ছিঁড়ে একটি দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই পাঁচজন মারা গেছেন। আহত হয়েছে কয়েকজন।
সদরঘাট ট্রাফিক জোনের যুগ্ম কমিশনার জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামের দুটি লঞ্চ পন্টুনে বাঁধা ছিল। এসময় এমভি ফারহান-৬ লঞ্চটি পার্কিং করার জন্য দুই লঞ্চের মাঝখান দিয়ে প্রবেশ করলে প্রচণ্ড ধাক্কায় এমভি তাশরিফ-৪ লঞ্চটির রশি ছিঁড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।