ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় পথচারী নিহত
- আপডেট সময় : ০৩:২০:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক চাপায় আরব আলী (৫৭) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা নাম স্থানে এ ঘটনা ঘটে। নিহত আরব আলী বীরপাশা এলাকার মৃত মনির হোসেন এর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে আরব আলী বীরপাশা বাসস্ট্যান্ডের অদূরে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকাগামী বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ট্রাকটিও সড়করে পাশে উল্টে যায়। ট্রাক চাপায় পথচারী আরব আলী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারগুব তৌহিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।