ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় বিষপানে দুই শিশু কন্যাসহ মায়ের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশু কন্যাসহ এক মা বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে।  সকাল ১১টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা সরকার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। তবে কি কারণে তারা বিষপান করেছেন তা নিশ্চিত করে জানা যায়নি।

মৃতরা হলেন, সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা সরকার বাড়ি এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডে ডেইলি বেসিকের কর্মচারী আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৪) তার দুই কন্যা রওজা (০৫) ও নওরিন (০৩)।

২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল জানান, হাসপাতালের জরুরি বিভাগে এক নারীকে আনা হয় বিষ খাওয়া অবস্থায়। তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। এর কিছুক্ষণ পর দুই কন্যা শিশুকে আনা হয়। তাদের পরীক্ষা নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। কিছুক্ষণ পর তাদের মাও মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত কর্মচারীরা জানান, স্ত্রী ও দুই শিশুকে নিয়ে স্বামী আশরাফ হাসপাতালে আসেন। তার সাথে থাকা স্বজনরা জানিয়েছেন স্ত্রী তার দুই সন্তানকে বিষপান করিয়ে নিজে বিষপান করেন। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তারা বলতে পারেননি। তিনজনের মৃত্যুর নিশ্চিত হওয়ার পর স্বামী সহ তার স্বজনরা হাসপাতাল থেকে পালিয়ে যান।

হাসপাতালে আসা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই মামুনুর রশীদ জানান, ৩ জনের মৃত্যুর খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। তারা বিষপান করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় বিষপানে দুই শিশু কন্যাসহ মায়ের আত্মহত্যা

আপডেট সময় :

 

বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশু কন্যাসহ এক মা বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে।  সকাল ১১টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা সরকার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। তবে কি কারণে তারা বিষপান করেছেন তা নিশ্চিত করে জানা যায়নি।

মৃতরা হলেন, সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা সরকার বাড়ি এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডে ডেইলি বেসিকের কর্মচারী আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৪) তার দুই কন্যা রওজা (০৫) ও নওরিন (০৩)।

২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল জানান, হাসপাতালের জরুরি বিভাগে এক নারীকে আনা হয় বিষ খাওয়া অবস্থায়। তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। এর কিছুক্ষণ পর দুই কন্যা শিশুকে আনা হয়। তাদের পরীক্ষা নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। কিছুক্ষণ পর তাদের মাও মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত কর্মচারীরা জানান, স্ত্রী ও দুই শিশুকে নিয়ে স্বামী আশরাফ হাসপাতালে আসেন। তার সাথে থাকা স্বজনরা জানিয়েছেন স্ত্রী তার দুই সন্তানকে বিষপান করিয়ে নিজে বিষপান করেন। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তারা বলতে পারেননি। তিনজনের মৃত্যুর নিশ্চিত হওয়ার পর স্বামী সহ তার স্বজনরা হাসপাতাল থেকে পালিয়ে যান।

হাসপাতালে আসা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই মামুনুর রশীদ জানান, ৩ জনের মৃত্যুর খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। তারা বিষপান করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি।