ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

ভাণ্ডারিয়ায় চোর সন্দেহে গ্রামবাসির গণপিটুনীতে এক ব্যক্তি নিহত

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরেরর ভাণ্ডারিয়ায় চোর সন্দেহে গ্রামবাসির গণপিটুনীতে সেলিম শাহ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দিনগত রাত তিনটার দিকে উপজেলার ধাওয়া ইউনিয়ানের পশারিবুনিয়া গ্রামের সড়কের ওপর এ ঘটনা। নিহত সেলিম শাহ (৫০) ওই গ্রামের মৃত দৌলাত শাহ এর ছেলে। পুলিশ আজ রবিবার সকালে ঘটনাস্থল হতে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠিয়েছে। নিহত সেলিম শাহর স্ত্রী শাহানুর বেগম দাবি করেন, শনিবার দিনগত রাত ১১টার দিকে তার স্বামীকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর সে আর বাড়িতে ফেরেনি। সকালে শুনতে পান তার স্বামীকে গ্রামবাসি পিটিয়ে মেরে ফেলেছে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাত আড়াইটার দিকে পশারিবুনিয়া গ্রামের শিক্ষক শহিদুল ইসলাম ফিরোজ এ বসত ঘরের সিদ কেটে কেটে দুই চোর প্রবেশ করে। চোরেরা নগদ ৩০ হাজার টাকা দুইটি স্বণের চেইন ও একটি রূপার চেইন নিয়ে যায়। এসময় গৃহকর্তার ছেলে মোহাম্মদ আলী মান্না। টের পেয়ে প্রতিরোধ করতে গেলে চোরেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। প্রতবিশেীরা টের পেয়ে গ্রামবাসিকে মোবাইল ফোনে খবর দিলে গ্রামবাসি এগিয়ে এসে দুই চোরকে ধাওয়া করে । এসময় সেলিম শাহ গ্রামবাসির হাতে আটক হলে অপর চোর এমাদুল হোসেন মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে ক্ষিপ্ত গ্রামবাসি আটককৃত সেলিমকে সড়কে ফেলে বেধড়ক পিটুনী দিলে রাত তিনটার দিকে সে ঘটনাস্থলে মারা যায়। এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মদ আনওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাণ্ডারিয়ায় চোর সন্দেহে গ্রামবাসির গণপিটুনীতে এক ব্যক্তি নিহত

আপডেট সময় : ০৩:০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

পিরোজপুরেরর ভাণ্ডারিয়ায় চোর সন্দেহে গ্রামবাসির গণপিটুনীতে সেলিম শাহ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দিনগত রাত তিনটার দিকে উপজেলার ধাওয়া ইউনিয়ানের পশারিবুনিয়া গ্রামের সড়কের ওপর এ ঘটনা। নিহত সেলিম শাহ (৫০) ওই গ্রামের মৃত দৌলাত শাহ এর ছেলে। পুলিশ আজ রবিবার সকালে ঘটনাস্থল হতে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠিয়েছে। নিহত সেলিম শাহর স্ত্রী শাহানুর বেগম দাবি করেন, শনিবার দিনগত রাত ১১টার দিকে তার স্বামীকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর সে আর বাড়িতে ফেরেনি। সকালে শুনতে পান তার স্বামীকে গ্রামবাসি পিটিয়ে মেরে ফেলেছে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাত আড়াইটার দিকে পশারিবুনিয়া গ্রামের শিক্ষক শহিদুল ইসলাম ফিরোজ এ বসত ঘরের সিদ কেটে কেটে দুই চোর প্রবেশ করে। চোরেরা নগদ ৩০ হাজার টাকা দুইটি স্বণের চেইন ও একটি রূপার চেইন নিয়ে যায়। এসময় গৃহকর্তার ছেলে মোহাম্মদ আলী মান্না। টের পেয়ে প্রতিরোধ করতে গেলে চোরেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। প্রতবিশেীরা টের পেয়ে গ্রামবাসিকে মোবাইল ফোনে খবর দিলে গ্রামবাসি এগিয়ে এসে দুই চোরকে ধাওয়া করে । এসময় সেলিম শাহ গ্রামবাসির হাতে আটক হলে অপর চোর এমাদুল হোসেন মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে ক্ষিপ্ত গ্রামবাসি আটককৃত সেলিমকে সড়কে ফেলে বেধড়ক পিটুনী দিলে রাত তিনটার দিকে সে ঘটনাস্থলে মারা যায়। এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মদ আনওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।