ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নুরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় এর নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় নবনির্বাচিত সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ এর সভাপতি বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ মো. ওমর ফারুক, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহ্বায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ তালুকদার, নেছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি মো. মিলন জোমাদ্দার প্রমূখ।
সভায় নবনির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন। বক্তারা বলেন, একটি বিদ্যালয় শুধু পাঠদানের জায়গা নয়, এটি একটি সমাজ গঠনের কেন্দ্রবিন্দু। এজন্য শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
















