ভাণ্ডারিয়ায় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসির ঘরের মালামাল লুট
- আপডেট সময় : ১৩৩ বার পড়া হয়েছে
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বণালংকার লুটে নিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল। শুক্রবার দিনগত রাত তিনটার দিকে উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামের সৌদিপ্রবাসি মো. আল আমীন আকন(৪২) এর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, শুক্রবার দিনগত রাত তিনটার দিকে হরিণপালা গ্রামের সৌদিপ্রবাসি মো. আল আমীন আকনের বসতঘরে ৫/৬ জনের সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল হানা দেয়। ডাকাত বসত ঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ঘরে থাকা গ্রহকর্তার স্ত্রী ও সন্তানকে দেশী অস্ত্রের মুখে জিম্মি করে ।
পরে ডাকাতদল ঘরের মালামাল তছনছ করে দুইটি স্মার্ট ফোন, দুই স্বর্ণের চেইনসহ ৫ (পাঁচ)ভরি ওজনের স্বর্ণালংকার, গহনা, বিদেশি কম্বল লুটে নেয়। এসময় নগদ দ্ইু লাখ ৫০ হাজার টাকা লুণ্ঠন করে ডাকাতরা নির্বিঘ্নে পালিয়ে যায়।
এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ আনোয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন। ঘটনার তদন্ত চলছে। পরিবারের পক্ষ গতে লিখিত অভিযোগ পেলেই যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















