ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

ভাণ্ডারিয়ায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে রূপান্তরের কর্মশালা অনুষ্ঠিত

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাণ্ডারিয়ায় পরিবেশ দূষণের অন্যতম প্রধান উপাদান পলিথিন ও প্লাস্টিক বর্জ্য রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রূপান্তর এর আয়োজনে বাজার ব্যবস্থাপনা কমিটি ও ব্যবসায়ীদের সাথে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় রুপান্তরের পিরোজপুর জেলা জেলা সমন্বয়কারী ও প্রজেক্ট কর্মকর্তা শাহিদা বানু সোনিয়ার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা আক্তার। আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী হাজী সোহেল, সাংবাদিক তরিকুল ইসলাম, রূপান্তর যুব ফোরামের আহবায়ক জহিরুল ইসলাম, সুলতানা আক্তার প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, পলিথিন ও প্লাস্টিক আমাদের মাটি, পানি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে বাজার, হাট ও গৃহস্থালি থেকে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য সরাসরি ড্রেন, নদী বা খোলা পরিবেশে ফেলা হচ্ছে, যা পরিবেশগত ভারসাম্য নষ্ট করছে।
এ সময় অংশগ্রহণকারীরা আগামী দিনে পলিথিন বর্জন এবং পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশ বান্ধব চটের ব্যাগ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাণ্ডারিয়ায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে রূপান্তরের কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় :

ভাণ্ডারিয়ায় পরিবেশ দূষণের অন্যতম প্রধান উপাদান পলিথিন ও প্লাস্টিক বর্জ্য রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রূপান্তর এর আয়োজনে বাজার ব্যবস্থাপনা কমিটি ও ব্যবসায়ীদের সাথে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় রুপান্তরের পিরোজপুর জেলা জেলা সমন্বয়কারী ও প্রজেক্ট কর্মকর্তা শাহিদা বানু সোনিয়ার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা আক্তার। আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী হাজী সোহেল, সাংবাদিক তরিকুল ইসলাম, রূপান্তর যুব ফোরামের আহবায়ক জহিরুল ইসলাম, সুলতানা আক্তার প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, পলিথিন ও প্লাস্টিক আমাদের মাটি, পানি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে বাজার, হাট ও গৃহস্থালি থেকে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য সরাসরি ড্রেন, নদী বা খোলা পরিবেশে ফেলা হচ্ছে, যা পরিবেশগত ভারসাম্য নষ্ট করছে।
এ সময় অংশগ্রহণকারীরা আগামী দিনে পলিথিন বর্জন এবং পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশ বান্ধব চটের ব্যাগ বিতরণ করা হয়।