ভাণ্ডারিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

- আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় এসইডিপি প্রকল্পের অধীনে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার ভাণ্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাগীর হোসেনের সভাপতিত্ব বক্তব্য রাখেন ইকড়ি নেছারিয়া দাখিল মাদ্রাসার সভপতি ও তজুমদ্দিন সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মনির হোসেন হাওলাদার, আতরখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, পশারিবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন পলাশ। আমান উল্লাহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোসাম্মৎ সালমা বেগম, মাজিদা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ নুরুল হক, পৈকখালী মোমেনিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল বাসার। ভাণ্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরজ্জামান, মাজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, শিক্ষার্থী মোঃ আরিফ হোসেন, গাজী মোঃ সফিউজ্জামান ও উম্মে হাফসা প্রমূখ। অনুষ্ঠানে মোট ৩৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।