ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত
- আপডেট সময় : ০৫:০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যে ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই আয়োজনে করে । দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন শেষে পরিষদের সম্মুখে মানববন্ধন করা হয়।
উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়াছিন আরাফাত রানা।
বক্তব্য রাখেন ভান্ডারিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল ওহাব আলী, সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল হাসান, ভান্ডারিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস.এম.রিয়াজ মাহমুদ মিঠু, ভান্ডারিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ আব্দুল মান্নান হাওলাদার, শিক্ষক ও দুপ্রক সহ-সভাপতি আফরোজা আক্তার মুক্তা,সাংবাদিক আমিরুল ইসলাম সঞ্চালনায় দুপ্রক সদস্য মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।