ভান্ডারিয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
- আপডেট সময় : ০৭:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়াকথন ও কল্যাণরাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা ও নতুন প্রজন্মের প্রত্যাশা বিষয়ক মুক্ত আড্ডায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইয়াছিন আরাফাত রানা এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ.দা.) মোঃ আবুল হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক সামসুল ইসলাম আমিরুল, মোঃ মহিববুল্লাহ হাওলাদার, সুপার কালাম সাইফুল্লাহ, সুপার মাহাবুবুর রহমান প্রমুখ। সুইট বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন এতিমখানার সদস্য বৃন্দ সহ প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।