ভান্ডারিয়ায় দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত
- আপডেট সময় : ১০:৩৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
পিরোজপুরের ভান্ডারিয়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাতিষ্ঠানিক পুকুর ও বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ শুরু হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে গৌরীপুর ইউনিয়নের ভূবেনশ্বর এবং ইকড়ি ইউনিয়নের তেইল্লার খালে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভান্ডারিয়া উজেলা নির্বহী আফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা।
এসময় পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্নামত, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মোঃ খাইরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ভান্ডারিয়া কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ কামাল হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সৈয়দ নজরুল ইসলাম বলেন, উপজেলার ২৯ টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হবে। প্রথম দিন ৬’শ কেজি দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছি। পর্যায়ক্রমে আরো মাছের পোনা অবমুক্ত করা হবে।