সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নির্বাচন কমিশনে এনআইডি রাখার দাবীতে মানববন্ধন

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৫১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে ( ১৩ মার্চ) বৃহস্পতিবার ভান্ডারিয়া উপজেলা নির্বাচন অফিসের সম্মুখে দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন নির্বাচন কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসের সামনে স্ট্যান্ড ফর এনআইডি নামে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আহবানে ইসিতে এনআইডি রাখার চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারী কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন কর্মসূচি পালন করার ঘোষানা দেন।
এসময় উপজেলা নির্বাচন অফিসার মোল্লা নাসির আহমেদ বলেন এনআইডি নির্বাচন কমিশন থেকে অন্য কোথাও না নেয়ার অনুরোধে আমাদের পক্ষ থেকে গত ৫ তারিখে কমিশনারদের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে চেয়েছিলাম,কমিশনের পক্ষ থেকে পেলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণেই আমাদের আজ এ কর্মসূচী । তিনি আরো বলেন আমরা দীর্ঘনি যাবৎ সন্তানের মত লান পালন করে এনআইডি কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের ন্যায় সংঘত দাবী অতিদ্রুত মেনে নেওয়ার জন্য সরকারে কাছে
অনুরোধ করছি।