ভান্ডারিয়ায় বাজারে অগ্নিকাণ্ড ৮ দোকান পুড়ে ছাই
- আপডেট সময় : ১০:৪৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
পিরোজপুরের ভাণ্ডারিয়া চালের বাজারে আগুন লেগে ৮টি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার রাত তিনটার দিকে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। এতে ওই দোকানিদের কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে তারা দাবী করেছেন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, রাত তিনটার দিকে মঈনুল এর চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। এতে দোকানীদের অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবী করেছেন।
চাল ব্যবসায়ী শামীম সিকদার জানান, তার সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে। তার ক্ষয়ক্ষিতর পরিমান ২৫-৩০ লাখ টাকা, এছাড়াও রুবেলের ইলেট্রনিক্স এর দোকানের ক্ষয়ক্ষতির পরিমান ২৫ লাখ, সুফিয়ানের চালের দোকান ৫ লাখ এবং ইউনুচ এর চালের দোকানে ৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থদের মধ্যে ২টি সেলুন এবং ২টি চায়ের দোকানও রয়েছে।
ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. পারভেজ আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ৩টা ১৫ মি. থেকে ৫টা ১৫ মি. পর্যন্ত প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।