সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ৪০ বার পড়া হয়েছে
” ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন ” এই প্রতিপাদ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫। আজ সোমবার (১৪ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে কার্যালয়ের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিল্পী হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন,উপ পুলিশ পরিদর্শক রেজাউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনার উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিশ্বজিৎ মিত্র প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, জনসংখ্যা আমাদের সম্পদ হলেও পরিকল্পনাহীন জনসংখ্যা বৃদ্ধি দেশের উন্নয়নে বাঁধা সৃষ্টি করে। পরিবার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।