ঢাকা ০১:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::

ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির ৩ সংগঠনের পদযাত্রা

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ১২:৪৬:১১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ভারতের অবৈধ আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিতে যাচ্ছে বিএনপির তিন অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের হাজারো কর্মী।

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে স্মারকলিপি প্রদান করতে রোববার (৮ ডিসেম্বর) বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়।

পদযাত্রায় অংশ নেওয়া কর্মীদের হাতে জাতীয় পতাকা, ভারতের আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন স্লোগান লেখা প্লাকার্ড নিয়ে এগিয়ে যেতে দেখা গেছে।

বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এই পদযাত্রার ডাকা দেয়।

পদযাত্রায় যোগ দিতে ঢাকার এলাকা থেকে সংগঠন তিনটির হাজার হাজার নেতাকর্মীরা নয়া পল্টনে পৌঁছে। তারা ভারতবিরোধী নানা স্লোগানে দিতে থাকেন। এসময় শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় পদযাত্রা থেকে। শেখ হাসিনার পুনর্বাসনে ভারতের যেকোনও ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও জানান উপস্থিত নেতাকর্মীরা।

পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির পদযাত্রায় উপস্থিত ছিলেন।

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে রবিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পদযাত্রা শুরু হবে। পদযাত্রা শেষে ভারতীয় দূতাবাসে স্মারকলিপিও দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির ৩ সংগঠনের পদযাত্রা

আপডেট সময় : ১২:৪৬:১১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

 

ভারতের অবৈধ আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিতে যাচ্ছে বিএনপির তিন অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের হাজারো কর্মী।

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে স্মারকলিপি প্রদান করতে রোববার (৮ ডিসেম্বর) বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়।

পদযাত্রায় অংশ নেওয়া কর্মীদের হাতে জাতীয় পতাকা, ভারতের আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন স্লোগান লেখা প্লাকার্ড নিয়ে এগিয়ে যেতে দেখা গেছে।

বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এই পদযাত্রার ডাকা দেয়।

পদযাত্রায় যোগ দিতে ঢাকার এলাকা থেকে সংগঠন তিনটির হাজার হাজার নেতাকর্মীরা নয়া পল্টনে পৌঁছে। তারা ভারতবিরোধী নানা স্লোগানে দিতে থাকেন। এসময় শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় পদযাত্রা থেকে। শেখ হাসিনার পুনর্বাসনে ভারতের যেকোনও ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও জানান উপস্থিত নেতাকর্মীরা।

পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির পদযাত্রায় উপস্থিত ছিলেন।

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে রবিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পদযাত্রা শুরু হবে। পদযাত্রা শেষে ভারতীয় দূতাবাসে স্মারকলিপিও দেওয়া হবে।