ভারতের অভ্যন্তরে মৃত্যু রিজাউলের মরদেহ হস্তান্তর
- আপডেট সময় : ১১:২৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
ভারতের অভ্যন্তরে মৃত্যু শেরপুরের রিজাউল করিমের মরদেহ হস্তান্তর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার বেলা ১১ নাগাদ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ বিজয়পুর বিওপির বিপরীতে ২০০ বিএসএফ ব্যাটালিয়নের বাগমারা এলসি দিয়ে নেত্রকোণা জেলা পুলিশের মাধ্যমে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর সম্পন্ন হয়।
মরদেহটি পাওয়ার পর প্রকৃত মৃত্যুর কারণ জানতে পুনরায় সুরতহাল ও ময়নাতদন্ত করা হবে বলে জানা গেছে।
জানা গেছে, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ মুন্সিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দীগলবাঘ এলাকার সীমান্ত পিলার ১১৩৮/৪-এস এর নিকট দিয়ে ৭ জন বাংলাদেশী নাগরিক কাঁটাতার পেরিয়ে ১০০-১৫০ গজ ভেতরে অনুপ্রবেশ করে।
এসময় ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের দমদমা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে ৬ জন পালাতে সক্ষম হলেও ১ জন সেখানে একটি কালভার্ট হতে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। তাকে অচেতন অবস্থায় কালভার্টের পানি থেকে তুলে নেয় বিএসএফ।
বিএসএফ’র দাবি তৎক্ষনাৎ তারা উদ্ধার করে স্থানীয় প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করে এবং সেখানে সেদিনই রেজাউলের মৃত্যু হয়। ভারতে মৃত ব্যক্তির ময়নাতদন্ত সম্পন্ন করে।
মৃত ব্যক্তি শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ রিজাউল করিম বলে নিশ্চিত করেছে শেরপুর সদর থানা।
প্রসঙ্গত, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্তে রেজাউল করিম (২৬) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মরদেহ ভারতীয় বিএসএফ নিয়ে গেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সাপাড়া বিজিবি ক্যাম্প দীগলবাঘ সীমান্তে এলাকার ১১৩৯/৯ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে মুন্সাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রেজাউল করিম শেরপুর জেলার নারায়ণপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রেজাউল করিম ওষুধ ব্যবসায়ী ছিলেন। তিনি স্বল্পমূল্যে ওষুধ আনার জন্য ওই দিন ভারতে প্রবেশ করার পর রাত ৯টার দিকে সীমান্তে গুলির শব্দ পায় স্থানীয়রা। এরপর রেজাউল করিম আর ফেরত আসেননি।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, বিভিন্ন মাধ্যমে সীমান্তে নিহত হওয়ার বিষয়টি শুনেছি। খবর নিয়ে জানতে পেরেছি বিজিবির জোন অনুযায়ী ঘটনাটি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তের।
মুন্সাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী বলেন, নিহত রেজাউল করিম অবৈধভাবে ভারতের ভেতরে ঢুকে যান। সেখানে তিনি মারা গেছেন। বিএসএফের পক্ষ থেকে আমাদের একটি চিঠি দিয়েছে।