ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo ড.ইউনুসের পদত্যাগের অভিপ্রায় দেশের জন্য অশনি সঙ্কেত Logo নিয়ন্ত্রনহীন স্বর্ণের বাজার, বেচাকেনা শূন্যের কোঠায় Logo হাটে পশু তুলতে প্রস্তুত ব্যাপারীরা Logo কোন পথে দেশ! Logo পাইকগাছায় সাবেক প্যানেল মেয়র জোনাকি সমিতির অর্থ আত্মসাৎকারী কবিতা রানী দাশের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন Logo চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত  করণের দাবিতে রামুতে মানববন্ধন ও সমাবেশ Logo গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন Logo কেশবপুরে প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত Logo নওগাঁয় জমি আত্মসাতের চেষ্টার প্রতিবাদে প্রতিবন্ধী চাচার সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে কাজী জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভারতের সঙ্গে সমঝোতা করেছি নেপালের সঙ্গেও হবে

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ৩৩২ বার পড়া হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ছবি: সংগ্রহ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, আমরা কানেক্টিভিটি বাড়ানোর জন্য ভারতের সঙ্গে বিভিন্ন সমঝোতা করেছি। নেপালের সঙ্গে কানেক্টিভিটি হবে। মন্ত্রী বলেন, ইউরোপে কোনো সীমান্ত চৌকি নেই। সেখানে কি দেশগুলোর সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে? ভারতের ওপর দিয়ে আমরা নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করছি, এতে কি ভারতের সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে?

ভারতের সঙ্গে কানেক্টিভিটি ও সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে বিএনপির সমালোচনাকে অবান্তর বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, যে বিএনপির নেত্রী বলেছিলেন সাবমেরিন কেবলে যুক্ত হলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে, সেই বিএনপি কানেক্টিভিটির মর্ম বোঝার কথা নয়।

শুক্রবার ( ৫ জুলাইল) নীলফামারীর সৈয়দপুরে ড্রিম প্লাস হোটেল অ্যান্ড রিসোর্টে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগের মূল শক্তি তৃণমূলের নেতাকর্মী ও জননেত্রী শেখ হাসিনা। এ দুটি কারণে সর্বোচ্চ পাঁচবার আওয়ামী লীগ ক্ষমতায় আছে। তবে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে অনেকের মধ্যে আলস্য এসেছে। ক্ষমতাকে কেন্দ্র করে দলে কিছু সুবিধাভোগীর অনুপ্রবেশ ঘটেছে। সেখান থেকে দলকে মুক্ত করতে হবে। সামনের দিকে দলকে এগিয়ে নিতে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এমপি শাজাহান খান। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দলের কেন্দ্রীয় সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, সফুরা বেগম রুমি, নীলফামারী-২ আসনের এমপি আসাদুজ্জামান নূর।

এ ছাড়া নীলফামারী জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সৈয়দপুর আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিনসহ রংপুর বিভাগীয় মহানগর, জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়ররা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের সঙ্গে সমঝোতা করেছি নেপালের সঙ্গেও হবে

আপডেট সময় : ১১:২৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪

 

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, আমরা কানেক্টিভিটি বাড়ানোর জন্য ভারতের সঙ্গে বিভিন্ন সমঝোতা করেছি। নেপালের সঙ্গে কানেক্টিভিটি হবে। মন্ত্রী বলেন, ইউরোপে কোনো সীমান্ত চৌকি নেই। সেখানে কি দেশগুলোর সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে? ভারতের ওপর দিয়ে আমরা নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করছি, এতে কি ভারতের সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে?

ভারতের সঙ্গে কানেক্টিভিটি ও সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে বিএনপির সমালোচনাকে অবান্তর বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, যে বিএনপির নেত্রী বলেছিলেন সাবমেরিন কেবলে যুক্ত হলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে, সেই বিএনপি কানেক্টিভিটির মর্ম বোঝার কথা নয়।

শুক্রবার ( ৫ জুলাইল) নীলফামারীর সৈয়দপুরে ড্রিম প্লাস হোটেল অ্যান্ড রিসোর্টে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগের মূল শক্তি তৃণমূলের নেতাকর্মী ও জননেত্রী শেখ হাসিনা। এ দুটি কারণে সর্বোচ্চ পাঁচবার আওয়ামী লীগ ক্ষমতায় আছে। তবে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে অনেকের মধ্যে আলস্য এসেছে। ক্ষমতাকে কেন্দ্র করে দলে কিছু সুবিধাভোগীর অনুপ্রবেশ ঘটেছে। সেখান থেকে দলকে মুক্ত করতে হবে। সামনের দিকে দলকে এগিয়ে নিতে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এমপি শাজাহান খান। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দলের কেন্দ্রীয় সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, সফুরা বেগম রুমি, নীলফামারী-২ আসনের এমপি আসাদুজ্জামান নূর।

এ ছাড়া নীলফামারী জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সৈয়দপুর আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিনসহ রংপুর বিভাগীয় মহানগর, জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়ররা উপস্থিত ছিলেন।