ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫

ভারতে পালাতে গিয়ে বিএসএফ’র হাতে যুবলীগ নেতা আটক

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৪৮ বার পড়া হয়েছে

বিএসএফর হাতে আটক যুবলীগ নেতা ফয়সাল আহমেদ রুনু

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

পালাতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। পশ্চিমবঙ্গের মালদহের হবিবপুর ব্লকের টিকাপাড়া ও কেদারিপাড়ার মধ্য দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিএসএফ তাকে আটক করে।

বর্তমানে রুনু হবিবপুর থানা হেফাজতে পাঁচ দিনের রিমান্ডে আছেন বলেও খবর পাওয়া গেছে। শনিবার আনন্দবাজারের অনলাইনে খবরটি প্রচার করা হয়েছে। ওই খবরে বলা হয়েছে, সীমান্ত এলাকা টিকাপাড়া ও কেদারিপাড়া বর্ডার আউটপোস্টের (বিওপি) মধ্যে দিয়ে উন্মুক্ত সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশ করেন ফয়সাল। পরে বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন তিনি।

ফয়সাল আহমেদ রুনুর গ্রামের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নওহাটায়। তার বাবা আওয়ামী লীগের প্রয়াত নেতা আব্দুল গফুর সরকার তিনবার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন। এরপর ২০০৮ সালে নওহাটা পৌর মেয়র নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে পালাতে গিয়ে বিএসএফ’র হাতে যুবলীগ নেতা আটক

আপডেট সময় :

 

পালাতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। পশ্চিমবঙ্গের মালদহের হবিবপুর ব্লকের টিকাপাড়া ও কেদারিপাড়ার মধ্য দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিএসএফ তাকে আটক করে।

বর্তমানে রুনু হবিবপুর থানা হেফাজতে পাঁচ দিনের রিমান্ডে আছেন বলেও খবর পাওয়া গেছে। শনিবার আনন্দবাজারের অনলাইনে খবরটি প্রচার করা হয়েছে। ওই খবরে বলা হয়েছে, সীমান্ত এলাকা টিকাপাড়া ও কেদারিপাড়া বর্ডার আউটপোস্টের (বিওপি) মধ্যে দিয়ে উন্মুক্ত সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশ করেন ফয়সাল। পরে বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন তিনি।

ফয়সাল আহমেদ রুনুর গ্রামের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নওহাটায়। তার বাবা আওয়ামী লীগের প্রয়াত নেতা আব্দুল গফুর সরকার তিনবার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন। এরপর ২০০৮ সালে নওহাটা পৌর মেয়র নির্বাচিত হন।