সংবাদ শিরোনাম ::
ভালুকায় ৫ শতাধিক মানুষে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ

আবিদ হাসান, ভালুকা (ময়মনসিংহ)
- আপডেট সময় : ১২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় চলাচলের একমাত্র রাস্তায় চারা গাছ লাগিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে আশ্রাব আলী ও আক্কাছ আলী নামে দুই ব্যাক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে আব্দুর রউফ বাদী হয়ে মডেল থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, বাটাজোড় নতুন বাজার থেকে প্রত্যাশা মোড় পর্যন্ত ৩শ বছরের চলাচলের একমাত্র রাস্তায় আকাশমনি গাছের চাঁরা রোপন করে বন্ধ করেছে স্থানীয় আশ্রাব আলী ও আক্কাছ আলী। এতে স্কুল কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী সহ কয়েকশত পরিবার পরেছে চরম দুর্ভোগে।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।